MAKE MONEY

শত শত লোকের সামনে তিনি ডুবে গেলেন


শত শত লোকের সামনে তিনি ডুবে গেলেন
এক লঞ্চ থেকে লাফিয়ে অন্য লঞ্চে যাওয়ার সময় মেঘনা নদীতে পড়ে ডুবে যান মো. হানিফ। গোলাকার লাল দাগের ভেতরে অস্পষ্ট দেখা যাচ্ছে হানিফকে। ছবি: সংগৃহীত


শত শত লোকের সামনে মো. হানিফ নামের এক ব্যক্তি লঞ্চ থেকে মেঘনা নদীর অথই 
পানিতে পড়ে গেলেন। অনেকে মোবাইল ফোনে সেই ছবি তুলেছেন, ভিডিও করেছেন। কেউবা আবার ছবি কিংবা ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। হানিফের পানিতে তলিয়ে যাওয়ার করুণ দৃশ্য দেখে অনেকে হাহুতাশ করেছেন। কিন্তু তাৎক্ষণিকভাবে তাঁকে কেউ বাঁচাতে আসেননি। বৃহস্পতিবার ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাঁর কোনো খোঁজ মেলেনি।
নিখোঁজ হানিফের (৬৮) বাড়ি চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের পশ্চিম জিন্নাগড় গ্রামে। হানিফ তাঁর ছেলের ঘরের নাতি মো. রাকিবকে (৬) নিয়ে লঞ্চে উঠে ঢাকার কেরানীগঞ্জে মেয়ের বাসায় যাচ্ছিলেন। তাঁর মেয়ে সালেকা বেগম সদরঘাটে পানি বিক্রি করেন। প্রায় দেড় মাস ধরে মেয়ের কাছে আছেন হানিফের স্ত্রী নূর ভানু।

No comments

Powered by Blogger.