
উনিশশো একাত্তরের ২৫ মার্চ কালরাতের গণহত্যার শিকার শহীদদের স্মরণে রাত নয়টায় এক মিনিটের ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার রাত নয়টায় আলো নিভিয়ে এই কর্মসূচি পালন করা হয়। এক মিনিট বন্ধ রাখা হয় সব ধরনের আলো। এভাবে এক মিনিট ব্ল্যাকআউটের মধ্য দিয়ে দেশবাসী স্মরণ করছে ভয়াল সেই কালরাতকে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালিত হয়েছে।
১৯৭১ সালের ২৫ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ে নিরীহ বাঙালিদের ওপর। চালায় গণহত্যা। সেই রাতের শহীদদের স্মরণে পালন করা হলো এক মিনিটের ব্ল্যাকআউট কর্মসূচি।
No comments