আর্জেন্টিনার জাতীয় দল থেকে অবসর নিলেন হিগুয়েন
আর্জেন্টিনার জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন গঞ্জালো হিগুয়েন। পরিবার ও ক্লাবকে বেশি সময় দিতেই তিনি জাতীয় দল থেকে অবসর নিচ্ছেন বলে জানা গেছে।
,P>রাশিয়া বিশ্বকাপের পর থেকে আর্জেন্টিনা দলে ডাক পাননি গঞ্জালো হিগুয়েন। আর্জেন্টিনার হয়ে ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত মোট ৭৫টি ম্যাচ খেলেছেন হিগুয়েন। দেশের হয়ে ২০১০, ২০১৪ এবং সবশেষ ২০১৮ বিশ্বকাপে অংশ নিয়েছিলেন তিনি। রাশিয়া বিশ্বকাপে মোট ৫ গোলসহ আর্জেন্টিনার হয়ে ৩১টি গোল করেছেন তিনি। আরো পড়ুন : Nico Schulz scored a last-minute winner as Germany gained revenge over the Netherlands with a thrilling Euro 2020 qualifying victory in Amsterdam.জানুয়ারিতে ইতালিয়ান সিরি’আর ক্লাব জুভেন্টাস থেকে ধারে চেলসিতে যোগ দিয়েছেন হিগুয়েন। এক সময় জাতীয় দলের জার্সি গায়ে দাপিয়ে খেললেও রাশিয়া বিশ্বকাপের পর থেকে আর্জেন্টিনা জার্সিতে দেখা যায়নি তাকে।
হিগুয়েন বলেন, ‘আমি আমার পরিবারকে আরো সময় দিতে এমন সিদ্ধান্ত নিয়েছি। এ ছাড়া আমার মনে হয় দেশকে যা কিছু দেয়ার দিয়ে ফেলেছি। এখন আমি পুরোপুরি চেলসির প্রতি দায়বদ্ধ।’
ইত্তেফাক/ইউবি
No comments