রাসেল ঝড়ে কোলকাতার জয়
রাসেল ঝড়ে কোলকাতার জয়
সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে এবারের আইপিএলে প্রথম ম্যাচটি জিতে নিয়েছে কোলকাতা নাইট রাইর্ডাস। রবিবার ইডেন গার্ডেনে আইপিএলের দ্বাদশ আসরে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে বোলিং নেয় কোলকাতা।
ব্যাটিংয়ে নেমে হায়দরাবাদ নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮১ রান করে। এর জবাবে খেলতে নেমে ৬ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় দীনেশ কার্তিকের দল।
তবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি কেকেআরের। ওপেনার ক্রিস লিন ফিরলেন মাত্র ৭ রান করে। প্রথম উইকেট দ্রুত যাওয়ার পরে উত্থাপ্পা ৩৫ ও নীতীশ রানা ৬৮ রান করেন। আর অধিনায়ক দীনেশ কার্তিক করলেন মাত্র ২। এরপর ঝড়টা তুলেন আন্দ্রে রাসেল। ১৯ বলে ৪৯ রান করে অপরাজিত থেকে যান তিনি।
শেষ ৩ ওভারে ঝড়ো ব্যাটিং করে তিনি বিজয়টা ছিনিয়ে নেন। ৪ উইকেটে কোলকাতা করে ১৮৩ রান।
No comments