বহুতল ভবনে জরুরি নির্গমন পথ নেই কেন?
রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে আগুন লাগার ঘটনায় শতসহস্র প্রত্যক্ষদর্শীর সামনে দৃশ্যমান মূল সমস্যাটি ছিল—ওই ভবন থেকে বেরিয়ে আসার জরুরি কোনো পথ ছিল না। ফায়ার এক্সিট বা আগুন থেকে রক্ষা পাওয়ার জরুরি নির্গমন পথ থাকলে হয়তো এত প্রাণহানি ঘটত না। কিংবা আগুন নেভানোর নিজস্ব ভালো ব্যবস্থা থাকলে ক্ষয়ক্ষতি এতটা হতো না। এখন সংগত কারণেই প্রশ্ন ওঠে, রাজধানীতে গড়ে ওঠা এসব ভবন নির্মাণ ও ব্যবস্থাপনায় প্রচলিত নিয়মকানুন মানা হচ্ছে কী?
ঢাকায় দিনের পর দিন বহুতল ভবন গড়ে উঠছে। এসব ভবনে আগুন নেভানোর ব্যবস্থা রাখাসহ নিয়মকানুন মেনে চলার কথা বলা হয়েছে। ফায়ার সার্ভিসের তথ্যমতে, যেকোনো ভবন সাততলার ওপর হলেই সেটিকে বহুতল ভবন হিসেবে গণ্য করা হয়। এ জন্য এসব ভবনে মেনে চলতে হয় কিছু নিয়মকানুন। রাখতে হয় অগ্নিনির্বাপণের ব্যবস্থা। বহুতল ভবন গড়তে হলে ফায়ার সার্ভিসের মহাপরিচালকের কাছ থেকে ফায়ার সিস্টেমের অনুমোদন নিতে হয়। সব কাজ সম্পন্ন হলে নিতে হয় সনদ। ফায়ার সার্ভিসের সদ্য বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ প্রথম আলোকে জানান, অনুমোদন নিয়ে বাস্তবায়নের পর সনদ নিতে হয়।
MORE DETAILS
No comments