‘খালেদা জিয়ার সুচিকিৎসায় সরকার যথেষ্ট আন্তরিক’

০১ এপ্রিল ২০১৯, ২১:২১
![]() |
১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। ছবি : এনটিভি |
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার সুচিকিৎসায় সরকার যথেষ্ট আন্তরিক।’ তিনি আরো বলেন, ‘আমরা চাই তাঁর সুচিকিৎসা হোক।’
আজ সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম।
মোহাম্মদ নাসিম বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেগম জিয়ার সুচিকিৎসা আগেও হয়েছে। এখনো হবে। আমরা চাই তাঁর সুচিকিৎসা হোক। এ নিয়ে সরকারের আন্তরিকতা আছে। আন্তরিকতার অংশ হিসেবেই তাঁকে সেখানে নেওয়া হয়েছে।’
সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম আরো বলেন, ‘রাজনীতির মাঠ ও নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি আজ বিপর্যস্ত।’
নাসিম বলেন, ‘বিএনপিকে অনুরোধ করব সবকিছু নিয়ে রাজনীতি করবেন না। গতকাল আমি দেখলাম একজন চিহ্নিত ব্যক্তি, এফ আর টাওয়ারের মালিক, তাকে গ্রেপ্তার করা হয়েছে, সঙ্গে সঙ্গে বলা হল এ নিয়ে নাকি আওয়ামী লীগ রাজনীতি করছে বিএনপিনেতাকে গ্রেপ্তার করে। বিএনপিনেতা কি অপরাধ করতে পারে না? কেন তাদের অপরাধকে আড়াল করতে চান। এজন্যই তো আপনারা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন।’
নাসিম বলেন, ‘কিছু হলেই সরকারকে দায়ী করা ফ্যাশন হয়ে গেছে।’ এ ধরনের রাজনীতি থেকে বিএনপিকে সরে আসার আহ্বান জানান মোহাম্মদ নাসিম।
রাজনীতির মাঠে ১৪ দলীয় জোটের নেতাকর্মিদের চাঙ্গা রাখতে বেশকিছু কর্মসূচী গ্রহণ করেছে, মোর্চাটি। ওই বৈঠকে জোটটির নেতারা সিদ্ধান্ত নেন, সামাজিক অস্থিরতা, নানা অসঙ্গতি থেকে শিক্ষার্থীদের দূরে রেখে সচেতনতা বাড়াতে আগামী ১০ ও ১১ এপ্রিল মতিঝিলে অভিভাবক সমাবেশ, জামায়াতে ইসলামী ছাড়া সকল দলকে আমন্ত্রণ জানিয়ে ১৫ ও ১৬ এপ্রিল গোলটেবিল বৈঠক ও মুজিবনগর দিবস উপলক্ষে ১৯ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার। সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।
No comments