MAKE MONEY

প্রশ্নোত্তর অনুষদঃ

প্রশ্নোত্তর অনুষদঃ
সূত্রঃ একই উষ্ণতায় যদি কোন পরিবাহকের মধ্য দিয়ে বৈদ্যুতিক কারেন্ট প্রবাহিত হয় তাহলে সে বৈদ্যুতিক কারেন্ট পরিবাহকের দুই প্রান্তের বৈদ্যুতিক চাপের বৈসম্যের সহিত সরাসরি সমানুপাতিক এবং পরিবাহীর রেজিস্ট্যান্স এর সহিত উল্টানুপাতিক।
★পবিস সিস্টেমে যে সমস্ত নট ব্যবহার করা হয় তার ব্যাস কত?
উত্তরঃ১/২ ইঞ্চি.
প্রশ্নঃ একজন অসুস্থ লাইনম্যানকে পোল থেকে নামানোর জন্য কোন নট ব্যবহার করা হয়?
উত্তরঃ বোলাইন অন এ বাইট ।
প্রশ্নঃ গাছের ডালপালা কেটে নিরাপদে ফেলার জন্য কোন নট ব্যবহার করা হয়?
উত্তরঃ রানিং বোলাইন।
★পোল টানার কাজে কোন নোট ব্যবহার করা হয়।
উত্তরঃ টিম্বার হিস এন্ড হাফ হিস।
প্রশ্নঃ তার টানার জন্য কোন নোট ব্যবহার করা হয়?
উত্তরঃ গ্রিপ ভাইন নট।
প্রশ্নঃ এটমের ক্ষুদ্রতম অংশ কয়টি ও কি কি?
উত্তরঃ 3 টি ।
★ইলেকট্রন
★প্রোটন ও
★নিউট্রন
প্রশ্নঃ ইলেকট্রনের প্রবাহ তৈরি করতে কী কী বস্তু ব্যবহার করা হয়?
উত্তরঃ চুম্বক এবং গতি।
প্রশ্নঃ 3 ফেজ জেনারেটর এর তিন কোয়েলের ফেজ ডিফারেন্স কত?
উত্তরঃ 120 ডিগ্রী।
প্রশ্নঃ 2 ফেজ জেনারেটর এর ২ টি কয়েলের ফেজ ডিফারেন্স কত?
উত্তরঃ 90 ডিগ্রী ।
প্রশ্নঃ কৌণিক বেগ কাকে বলে?
উত্তরঃ রোটর এর ঘূর্ণন কে কৌণিক বেগ বলে।
প্রশ্নঃRMS মান বলতে কী বোঝায়?
উত্তরঃ ভোল্টেজ, কারেন্ট বা পাওয়ার এর গড় মান কে আরএমএস মান বলে। এই মান হল পিক মানের 0.৭০৭ গুন।
প্রশ্নঃ প্রাইমারি কুন্ডলী কি?
উত্তরঃ যে কুন্ডলীতে ভোল্টেজ প্রয়োগ করা হয় ।
প্রশ্নঃ ভোল্টেজ ড্রপ কাহাকে বলে।
★ কারেন্ট এবং লাইন ইম্পিডেন্স এর গুণফলকে ভোল্টেজ ড্রপ বলে।
প্রশ্নঃ ফেজ টেস্টার একটি ভোল্ট মিটার যা 2 টি ইপোক্সি গ্লাস রেজিস্টার এর সাথে সংযোগ থাকে।
প্রশ্নঃ ফেজিং আউট কয় প্রকার ও কি কি?
উত্তরঃ
★ লুপ লাইন
★টাই লাইন
★টাই লাইন প্যারালাল
প্রশ্নঃ ফেজিং ইন বা আউট আউট করার যন্ত্রপাতি কি?
উত্তরঃ
★ ফেজ টেস্টার 1 সেট
★ শটগান হটস্টিক 2 টি
★ রাবার গ্লোভস প্রটেক্টর 2 জোড়া
ওহমের গানিতিক সূত্রঃ V=IR

2 comments:

  1. আসসালামু আয়ালাইকুম জি বড় ভাই আপনার এই পেজের সকল প্রশ্ন গুলো পড়লাম খুব ভালো লাগলো।
    আর একটা বিষয় সকল পেজের পিডিএফ ফাইল আপনার কাছে আছে নাকি। থাকলে দিলে খুব উপকৃত হতাম।

    ReplyDelete
  2. anowaranni@gmail.com

    ReplyDelete

Powered by Blogger.