পরিদর্শন, রক্ষণাবেক্ষণ ক্লাইম্বিংঃ
প্রশ্ন: Record Form কত প্রকার ও কি কি?
উত্তরঃ Record form তিন প্রকার যথা: ★General ★Voltage Regulator ★Acr/ ওসিআর/ Sectionalizer
প্রশ্নঃ Record ফর্ম ব্যবহার করা হয় কেন?উত্তরঃ স্থান ও তারিখ সহ ডকুমেন্ট সংরক্ষণের জন্য।
প্রশ্নঃ কোন কোন ইকুপমেন্ট এর রেকর্ড করা হয়?উত্তরঃ ★Meter ★Transformer ★voltage regulator ★Acr ★Ocr প্রশ্নঃ Record card form number below:-
★Transformer Record Card=264
★Voltage regulator= 467 ★OCR/ACR=457 ★METER record card number = 260 ★বিদ্যুতায়ন রেকর্ড =459 ★Outrage record card= 458 ★Staking sheet card number= 348 ★দৈনন্দিন কর্ম প্রতিবেদন =104 ★Service order form =339 ★Shut down= 450 ★লাইন পরিদর্শন ফরম =569 ★Cmo = 201.
QUES:MHDCC=MEDIUM HARD DRAWN COPPER CONDUCTOR. ISO:INTERNATIONAL ORGANIZATION FOR STANDARDIZATION. PCB: CONTROL PANEL BOARD. OPS: OPERATION PANEL SUB-SYSTEM. ACR: AUTO CIRCUIT RECLOSER. OCR:OIL CIRCUIT RECLOSER. KVAR:KILO VOLT AMPIRE REACTIVE IMS:INTEGRATED MANAGEMENT system. MR:MANAGEMENT REPRESENTATIVE. ISO:14001=ENVIRONMENT MANAGEMENT SYSTEM. ISO:18001=HEALTH.... ISO:50001=ENERGY.... QMS: QUALITY MANAGEMENT SYSTEM. ASTMD877A-02=AMERICAN SOCIETY FOR TESTING AND MATERIAL.
প্রশ্নঃ লাইন পরিদর্শন কি?উত্তরঃ বৈদ্যুতিক লাইন সচল ও দীর্ঘস্থায়ী রাখার জন্য যে পরিদর্শন তাকে লাইন পরিদর্শন বলে।
প্রশ্নঃ লাইন পরিদর্শনের সময় কোন কোন বিষয় বিবেচনা করা হয়? উত্তরঃ★Pole ★Cross arm ★Insulator ★Transformer ★Lightning arrester.
প্রশ্নঃ রক্ষণাবেক্ষণ কয় প্রকার ও কি কি?উত্তরঃ দুই প্রকার যথাঃ ★ পরিচর্যা ★ মেরামত
প্রশ্নঃ একটি বিদ্যুতায়িত উপকেন্দ্র অবিদ্যুতায়িত করার ধাপ গুলো লিখ?উত্তরঃ ★11kv ওসিআর ওপেন করা- ★ 166 switch ওপেন করা- ★ ভোল্টেজ রেগুলেটর এর বাইপাস সুইস ওপেন করা- ★33kv ওসিআর ওপেন করা- ★199 ওপেন করা।
প্রশ্নঃ অবিদ্যুতায়িত উপকেন্দ্র কে বিদ্যুতায়িত করার ধাপ গুলি লেখ? উত্তরঃ★সকল সুইজ circuit open আছে কিনা দেখতে হবে ★199 switch ক্লোজ করতে হবে ★33kv ওসিআর ক্লোজ করতে হবে ★ভোল্টেজ রেগুলেটর এর বাইপাস ক্লোজ করতে হবে ★166 switch ক্লোজ করতে হবে ।
প্রশ্নঃ একটি বিদ্যুতায়িত ফিডার কে কিভাবে অবিদ্যুতায়িত করা হয় ধাপগুলি লিখুনঃ উত্তরঃ★ ওসিআর বা এসিআর ওপেন করা ★লোড side ওপেন করা ★ source side ওপেন করা
প্রশ্নঃ Line রক্ষণাবেক্ষণ লগের মাঝে detail map উল্লেখ থাকে। সত্য/মিথ্যা।উত্তরঃ সত্য।
প্রশ্নঃ লাইন রক্ষণাবেক্ষণ ফরম পূরণের পর পাঁচ বছর সংরক্ষণ করা উচিত।উত্তরঃ পাঁচ বছর।
প্রশ্নঃ কোন লাইনের Grounding মেরামতকালে ভূমি Resistance মাপা উচিত। প্রশ্নঃ পরিদর্শন শেষে কোন কর্মকর্তার কাছে রিপোর্ট হস্তান্তর করা হয়ে থাকে?উত্তরঃ এজিএম o&m.
প্রশ্নঃ ফিউজ cut out এ কি রক্ষণাবেক্ষণ করা হয়? উত্তরঃ★ফিউজ পুড়ে গেছে কিনা ★cut out ক্র্যাক করা কি না ★সংযোগে লুজ আছে কিনা ইত্যাদি।
প্রশ্নঃ লাইনে স্থাপিত চলটা ওঠা insulator কোনক্রমে লাইনে ব্যবহার করা উচিত না।উত্তরঃ সত্য।
প্রশ্নঃ একটি Lightning arrester এর কি কি বিষয় রক্ষণাবেক্ষণ করা হয়? উত্তরঃ★Lighting arrester এর bushing chalta ওঠা বা ফাটা আছে কিনা ★কানেকশন ল্যুজ আছে কিনা পরীক্ষা করা।
প্রশ্ন: একটি ট্রান্সফরমারের কি কি বিষয় রক্ষণাবেক্ষণ করা হয়? উত্তর:★ ট্রান্সফরমারের Grounding সঠিক আছে কিনা ★তেল সঠিক পরিমাণে আছে কি না ★ট্রান্সফরমারের bushing চলটা ওঠা বা ফাটা আছে কিনা ★Body grounding ঠিক আছে কিনা
প্রশ্ন: Grounding এ কি কি রক্ষণাবেক্ষণ করা হয়? উত্তর:★Grounding তার পুড়ে গেছে কিনা ★Grounding সঠিকভাবে করা আছে কিনা ★Guy grounding ঠিক আছে কিনা।
প্রশ্ন: পোলে পচন ধরেছে কিনা তা কোন দুইটি পরীক্ষা দ্বারা বোঝা যায়?উত্তর: ★হেমার টেস্ট ★spike test
প্রশ্ন: কোন লাইনের Resistance মাপার সময় ভূমির resistance মাপা উচিত।উত্তরঃ সত্য।
প্রশ্নঃ জাতি হিসাবে tools কত প্রকার ও কি কি?
উত্তরঃ জাতি হিসেবে tools চার প্রকার যথাঃ
ক.স্টিল বা আয়রন জাতীয় tools খ.ফাইবার জাতীয় tools গ.চামড়া জাতীয় tools ঘ.রাবার জাতীয় tools
প্রশ্নঃ সচরাচর যে টুলস ব্যবহার করা হয় তা কতদিন পরপর রক্ষণাবেক্ষণ করতে হয়?উত্তরঃ 7 দিন।
প্রশ্নঃ অন্যান্য কতদিন পর পর করতে হয়?উত্তরঃ একমাস বা মাসে একদিন।
প্রশ্নঃ steel জাতীয় টুলস কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হয়?উত্তরঃ 30% grease 70% কেরোসিন মিশিয়ে পরিষ্কার করে 24 ঘণ্টা উষ্ণ আবহাওয়াতে শুকাতে হয়।
প্রশ্নঃ ফাইবার জাতীয় tools কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হয়?উত্তরঃ শ্যাম্পু পানি দিয়ে ধুয়ে শুকনা কাপড় দিয়ে মুছতে হবে।
প্রশ্নঃ চামড়া জাতীয় tools কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হয়?উত্তরঃ নারিকেল তেল দিয়ে।
প্রশ্ন চামড়া জাতীয় tools হওয়া সত্ত্বেও কোনটি নারিকেল তেল দিয়ে মেইনটেন্যান্স করা যাবে না?উত্তরঃ Hand gloves ও রাবার gloves protector.
প্রশ্নঃ ক্লাইম্বার সেট এর কয়টি অংশ ও কি কি? উত্তরঃ পাঁচটি অংশ-1. Climber 2. Upper staff 3. Lower step 4. L Pad 5. Gap Gauge.
প্রশ্নঃ Gap গেজ এর কয়টি অংশ? উত্তরঃ পাঁচটি-★পৃষ্ঠদেশ ★তলদেশ ★পার্শ্বদেশ ★পার্শ্ব কিনারা ★বক্র অগ্রভাগ
প্রশ্নঃ Gap এর দূরত্ব কত?উত্তরঃ উপর থেকে নিচ 6 থেকে 8 ইঞ্চি পাশাপাশি 4 থেকে 6 ইঞ্চি।
প্রশ্নঃ Gap গেজের সর্বনিম্ন দূরত্ব কত?উত্তরঃ 1.25 ইঞ্চি।
প্রশ্নঃ একটি ক্ষয়প্রাপ্ত ক্লাইম্বার কে কোন কোন ফাইল দিয়ে স্বাভাবিক অবস্থায় আনা যায়?উত্তরঃ দুই ধরনের ফাইল যথাঃ 1. 10 ইঞ্চি ব্লাষ্ট turd file 2. 08 ইঞ্চি মস্তুল file.
প্রশ্নঃ পবিস উপকেন্দ্র site selection করতে কি কি বিষয় বিবেচনা করতে হয়? উত্তরঃ
★Load সেন্টারে হতে হবে ★হাইওয়ে রাস্তার পার্শ্বে হতে হবে ★ Outgoing feeder বের করার ব্যবস্থা থাকতে হবে ★ 33kv source line নিকটে থাকতে হবে।
প্রশ্নঃ উপকেন্দ্রের জমি অধিগ্রহণ কমিটির নাম লিখুন। উত্তরঃ1 সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহবায়ক 2 সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী, সদস্যসচিব 3 সংশ্লিষ্ট General Manager সদস্য 4 সংশ্লিষ্ট Retainer ইঞ্জিনিয়ার, সদস্য
প্রশ্ন: উপ কেন্দ্র নির্মাণে কতটুকু জমির প্রয়োজন হয়?উত্তরঃ উচু জমি হলে 23 শতাংশ নিচু জমি 33 শতাংশ।
প্রশ্নঃ পবিস উপকেন্দ্র Fencing এর দৈর্ঘ্য এবং প্রস্থ কত হবে?উত্তরঃ 120'x80'
প্রশ্নঃ পবিস উপকেন্দ্রে Grounding করতে মোট 36 টি স্থানে 88 টি Grounding রড প্রয়োজন। প্রশ্নঃ পবিস উপকেন্দ্রের Equipment Grounding করতে মোট আটটি স্থানে 32 টি Grounding রড প্রয়োজন। প্রশ্নঃ পবিস উপকেন্দ্রের Fencing Grounding করতে মোট 10 টি স্থানে কুড়িটি Grounding রড প্রয়োজন। প্রশ্নঃ পবিস উপকেন্দ্রের Mass Grounding করতে মোট 18 টি স্থানে 36 টি Grounding রড প্রয়োজন। প্রশ্ন: পবিস উপকেন্দ্রের source line 33kv এবং সর্বোচ্চ ছয়টি feeder বের করা যায় । প্রশ্ন: পবিস উপকেন্দ্রের ইনকামিং এবং আউটগোইং সংযোগ চিত্র /সংযোগ পদ্ধতি কি ?
উত্তরঃ ♢-Y (delta star).
★উপকেন্দ্রের নিরাপত্তা প্রদানকারী যন্ত্রাংশ কি কি ? উত্তর:1. Power fuse 2. Lightning arrester 3. Acr বা ওসিআর 4. Thundering must 5. Grounding এবং 6. Station ট্রান্সফর্মার
প্রশ্ন: পবিস উপকেন্দ্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণ পবিস নির্দেশিকা নং 100-29. প্রশ্নঃ পবিস উপকেন্দ্রের Power Transformer এর পয়েন্ট থাকে এবং প্রতি স্টেপে ভোল্টেজ এর পার্থক্য হচ্ছে 825 volt. প্রশ্নঃ পবিস উপকেন্দ্রের Incoming voltage 33kv হলে Tap Changer এর কাটা 3 নম্বর পয়েন্টে অবস্থান করে।★★★★★★
প্রশ্নঃ একটি 20 এমভিএ উপকেন্দ্রে মোট ছয়টি 3.33 এমভিএ Power Transformer প্রয়োজন। প্রশ্নঃ উপকেন্দ্রে যে Grounding করা হয় তার নাম হচ্ছে Mass Grounding. প্রশ্নঃ 656 এম্পিয়ার ভোল্টেজ রেগুলেটর এর Kva Rating কত?উত্তরঃ 656x6.35x10% = 416.56kva
প্রশ্নঃ পবিস উপকেন্দ্রের ইকুইপমেন্ট Grounding এ ব্যবহৃত তারের নাম mhdcc. প্রশ্নঃ কোন পাওয়ার ট্রান্সফরমারের Incoming Voltage 32170 হলে tap Position কাটা 4 নম্বর ট্যাপ এ থাকবে। প্রশ্নঃ উপকেন্দ্রের বাঞ্ছনীয় Earth Resistance 0.5 ওহম এবং সর্বোচ্চ গ্রহণযোগ্য Earth Resistance 0.5 ওহম। প্রশ্নঃ অব্যবহৃত অবস্থায় power Transformer Ht Bushing এর সংযোগ ওপেন থাকে। প্রশ্নঃ পাওয়ার ট্রান্সফরমারের Ht কয়েল কেটে গিয়ে Lt কয়েলের সাথে শর্ট হয়ে থাকলে মেগার রেজাল্ট কত?উত্তরঃ 1000+ মেগা ওহম।
(বিতরন ট্রান্সফরমারের ক্ষেত্রে মেগার Result 0 মেগা ওহম।)
প্রশ্নঃ একটি 3.333 এমভিএ ক্ষমতা সম্পন্ন power Transformer এ কুলিং ফ্যান যোগ করে সর্বোচ্চ কত লোড নেয়া যাবে?উত্তরঃ 3.333x1.25 = 4.16625
প্রশ্নঃ উপকেন্দ্রের গ্রহণযোগ্য Power factor 0.95 এবং গ্রাহক প্রান্তে 0.95.b
প্রশ্নঃ EERC Meaning কি?উত্তরঃ ইলেকট্রনিক ইকুইপমেন্ট রেকর্ড কার্ড।
প্রশ্নঃ পোল নাম্বারিং এর প্লেট এর সাইজ কি?উত্তরঃ 12x1" and 18x1.5"
প্রশ্নঃ প্লেট কি পদার্থের তৈরি?উত্তরঃ অ্যালুমিনিয়াম এর।
প্রশ্নঃ নাম্বারিং প্লেট পোলের কতটুকু উপরে হবে।উত্তরঃ 13 ফিট উপরে।
প্রশ্নঃ প্লেটের রং কেমন হবে?উত্তরঃ সাদা রং হবে।
প্রশ্নঃ পোল নাম্বারিং প্লেটে লেখার রং কি হবে?উত্তরঃ লাল রং।
প্রশ্নঃ পোল নাম্বারিং প্লেটে লেখার উচ্চতা কতটুকু হবে?উত্তরঃ 1 ইঞ্চি।
প্রশ্নঃ পোল নাম্বারিং প্লেট পোলে স্থাপন করার জন্য কোন ধরনের তার ব্যবহার করা হয়?উত্তরঃ কপার বা তামার তার।
প্রশ্নঃ প্লেটের তার বাঁধার জন্য পেরেক কোন পদার্থের হবে?উত্তরঃ স্টেইনলেস স্টিল।
প্রশ্নঃ কয় ধরনের পোল কে কি পোল বলা হয়?উত্তরঃ 13 ধরনের।
প্রশ্নঃ নাম্বার প্লেট এ কয়টি ছিদ্র থাকে?উত্তরঃ 8 টি।
প্রশ্নঃ লাইন ব্রেকার ট্রিপ করলে --- টহল।
উত্তরঃ ফলোআপ ।
প্রশ্নঃ লাইন টহলের উদ্দেশ্য কি?উত্তরঃ লাইনে সুনির্দিষ্ট প্রকৃতি ও অবস্থার তালিকা তৈরি করা।
প্রশ্নঃ প্রতিবেদন রেকর্ড করা হয় কেন?উত্তরঃ প্রাপ্ত ত্রুটি মুক্তকরণের স্থান ও তারিখ সহ ডকুমেন্ট সংরক্ষণের জন্য প্রতিবেদন রেকর্ড করা হয় ।
প্রশ্নঃ টহল কত প্রকার ও কি কি?উত্তরঃ টহল চার প্রকার । যথাঃ ক.নিয়মিত টহল খ.জরুরী টহল গ.সুনির্দিষ্ট টহল ঘ.ফলোআপ টহল
প্রশ্নঃ কতদিন পর পর নিয়মিত টহল দেয়া হয়?উত্তরঃ 30--45 দিন পর পর ।
প্রশ্নঃ নিয়মিত টহলের প্রকৃতি কি কি?উত্তরঃ ★পোলের মাথা ভেঙে পড়া, ★গোড়ার মাটি ভেঙে সরে যাওয়া, ★পোলে পাখির গর্ত ইত্যাদি ।
প্রশ্নঃ জরুরি টহল কি?উত্তরঃ তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনঃ সংযোগ স্থাপন করার জন্য যে টহল দেয়া হয় তাকে জরুরি টহল বলে।
প্রশ্নঃ জরুরী টহল এর প্রকৃতি কি?উত্তরঃ ★আউটেজ, ★শর্ট সার্কিট, ★বজ্রপাত, ★ওভার লোড ইত্যাদি।
প্রশ্নঃ সুনির্দিষ্ট টহল কী?উত্তরঃ লাইন আউটেজ এর সহিত সম্পর্কহীন কোন সমস্যা যেমন ভোল্টেজ কম বা বেশি হওয়া টিভি সংকেত বাধা দেওয়া ইত্যাদি কারণ খুঁজে বের করার জন্য যে টহল দেয়া হয় তাকে সুনির্দিষ্ট টহল বলে।
প্রশ্নঃ ফলোআপ টহল কি?উত্তরঃ লাইন ব্রেকার ট্রিপ করা বা ফিউজ পুড়ে যাওয়ার কারণ খুঁজে বের করার জন্য যে টহল দেয়া হয়।
প্রশ্নঃ ফলোআপ টহলে প্রকৃতি কি?উত্তরঃ লাইন ব্রেকার ট্রিপ করা বা ফিউজ পুড়ে যায় ।
প্রশ্নঃ লাইন টহল কি?উত্তরঃ লাইন সচল ও কার্যক্ষম রাখতে এবং সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু রাখতে বৈদ্যুতিক লাইনে যে টহল দেয়া হয়।
প্রশ্নঃ নিয়মিত টহলের উদ্দেশ্য কি?উত্তরঃ প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে নিয়মিত টহল দেয়া হয় ।
প্রশ্নঃ 6.35/11 Kv বিতরণ লাইন এর প্রয়োজন মত অথবা বছরে --- একবার নিয়মিত টহল দেয়া হয়।উত্তরঃ কমপক্ষে ।
প্রশ্নঃ ইনসুলেটর পরিবাহক সমানভাবে কাজ করে না - সত্য /মিথ্যা।উত্তরঃঃ মিথ্যা।
প্রশ্নঃ নিয়মিত টহল--- ব্যবস্থায় পূরণ করা হয়।উত্তরঃ 569 ফর্ম।
প্রশ্নঃ কোন ট্রান্সফরমারকে লোড বিহীন অবস্থায় রেটেড ভোল্টেজ দিয়ে বিদ্যুতায়িত করলে কোন লস পাওয়া যাবে?উত্তরঃ নো লোড লস / কোর লস।
প্রশ্নঃ লাইন টহল ও পরিদর্শন করার প্রয়োজন আছে কি?উত্তরঃ লাইন সচল ও কার্যক্ষম রাখতে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু করার জন্য নির্দিষ্ট সময় আনতে লাইন টহল পরিদর্শন এর প্রয়োজন আছে ।
প্রশ্নঃ কোন চালু লাইন পুনঃ নির্মাণ বা লাইন হস্তান্তর করার প্রয়োজন হলে কোন টহল দেয়া হয়?উত্তরঃ সুনির্দিষ্ট টহল।
প্রশ্নঃ মোটর কাকে বলে? প্রশ্নঃ মোটরের ক্ষমতা কয় প্রকার ও কি কি? উত্তরঃ দুই প্রকারঃ ★ আপাত ক্ষমতা ★প্রকৃত কর্মদক্ষতা। N.B: মোটরের আপাত ক্ষমতা পরিমাপ করা যায় ভোল্ট এম্পিয়ার/ কিলো ভোল্ট অ্যাম্পিয়ার দ্বারা। প্রশ্নঃ মোটর এর প্রকৃত কর্মদক্ষতা পরিমাপ করা যায় ওয়াট বা কিলোওয়াট দ্বারা। ★ক্যাপাসিটর এর ক্ষমতার একক মাইক্রো ফ্যারাড। প্রশ্নঃ ★ মোটরের ক্যাপাসিটর সংযোগ প্যারালাল। ★মোটর এর স্থির অংশ স্টেটর ★ মটরের চলন্ত অংশ রটর ★ স্টেটর ও রোটর এর মাঝে কোন বৈদ্যুতিক সংযোগ থাকে না। হর্সপাওয়ার কে কেভিএ রূপান্তর করার সূত্রঃ আপাত ক্ষমতা KVA = HPxKW ÷PFxপ্রকৃত কর্মদক্ষতা। ★মোটর ইনস্ট্রাকশন-১০০-১৯ ★ স্টার ডেল্টা সুইচ দুই প্রকারঃ ★ অটোমেটিক -3 টা ম্যাগনেটিক কয়েল থাকে। ★ ম্যানুয়াল- 1 টা ম্যাগনেটিক কয়েল থাকে।
উত্তরঃ যে যন্ত্র বৈদ্যুতিক শক্তিকে কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তির সৃষ্টি করে আমাদের বিভিন্ন উপকারে আসে তাই মোটর ।
প্রশ্নঃ মোটরের কয় ধরনের লস হয় ও কি কি?উত্তরঃ তিন ধরনের লস হয় যথাঃ ★ ঘর্ষণ লস ★কোর লস ★কপার লস
প্রশ্নঃ 3 ফেজ মোটর যেকোনো হর্সপাওয়ার হতে পারে - সত্য/মিথ্যা।উত্তরঃ সত্য।
প্রশ্নঃ স্টার্টিং এর সময় প্রতি হর্সপাওয়ার তে কত ক্ষমতার ক্যাপাসিটর লাগে?উত্তরঃ 60 থেকে 70 মাইক্রো ফ্যারাডে।
প্রশ্নঃ রানিং এর সময় প্রতি হর্সপাওয়ারের তে কত ক্ষমতার ক্যাপাসিটর লাগে?উত্তরঃ 45 মাইক্রো ফ্যারাডে।
প্রশ্নঃ সিঙ্গেল ফেজ মোটরের সংযোগ সিরিজ /প্যারালাল -সত্য /মিথ্যা ।উত্তরঃ সত্য।
প্রশ্নঃ 3 ফেজ মোটরের সংযোগ হবে ---।উত্তরঃ স্টার ডেল্টা ।
প্রশ্নঃ RPM মানে কি?উত্তর: রেভ্যুলেশন পার মিনিট।
প্রশ্নঃ ফেজ কনভার্টার কাকে বলে?উত্তরঃ যে যন্ত্রের সাহায্যে সিঙ্গেল ফেজ লাইন কে থ্রি ফেজ লাইনে রূপান্তর করা যায় তাকে ফেজ কনভার্টার বলে ।
প্রশ্নঃ ইন্ডাকশন মোটর সাধারণত কয় প্রকার ও কি কি?উত্তরঃ দুই প্রকারঃ ★এক ফেজ মোটর ও ★তিন ফেজ মোটর।
প্রশ্নঃ এসি মোটর কয় প্রকার ও কি কি?উত্তরঃ দুই প্রকার যথাঃ ★সিনক্রোনাস মোটর ও ★ইন্ডাকশন মোটর।
প্রশ্নঃ মটরের কয়েল কয়টি ও কি কি?উত্তরঃ রানিং ও স্টাটিং কয়েল।
প্রশ্নঃ মোটরের স্টার সংযোগ দেয়া হয় কেন?উত্তরঃ কারেন্ট কমানোর জন্য।
প্রশ্নঃ সিঙ্গেল ফেজ মোটরের সংযোগ ---।উত্তরঃ স্টার।
প্রশ্নঃ 1 ফেজ মোটরে ক্যাপাসিটর ব্যবহার করা হয় কেন?উত্তরঃ স্টার্টিং টর্ক সৃষ্টি করার জন্য।
প্রশ্নঃ 3 ফেজ মোটরে ক্যাপাসিটর ব্যবহার করা হয় কেন?উত্তরঃ পাওয়ার ফ্যাক্টর উন্নতি করার জন্য ।
প্রশ্নঃ ফেজ কনভার্টারের গ্রহণ ও সরবরাহ ও ভোল্টেজ কত?উত্তরঃ গ্রহণ 230 ভোল্ট সরবরাহ ফেজ টু ফেজ 400 ভোল্ট ।
প্রশ্নঃ একটি আদর্শ মোটরের ফুল কর্মদক্ষতা কত?উত্তর: 85%
প্রশ্নঃ স্টার এবং ডেল্টা সংযোগ কাকে বলে?উত্তরঃ যদি কোন লোড এলিমেন্ট কে ফেজ ও নিউট্রাল এর মাঝে সংযোগ দেয়া হয় তাহলে ওই লোড কে বলা হবে স্টার সংযোগ এবং যদি কোন লোড এলিমেন্ট কে দুই ফেজের মাঝে সংযোগ দেয়া হয় তাহলে ওই সংযোগকে বলা হবে ডেলটা সংযোগ।
No comments