MAKE MONEY

হিটিং চেম্বার পরিচালনাঃ

*হিটিং চেম্বার*

প্রশ্নঃ হিটিং চেম্বার বলতে কী বোঝায়?
প্রশ্নঃ ফিল্টার মেশিন বলতে কী বোঝো?
প্রশ্নঃ ফিল্টার মেশিনে তেল ঢালার কত সময় পর তেল সেন্ট্রিফিউজ করা হয়?
প্রশ্নঃ 5০০-14 বলতে কী বোঝো?
প্রশ্নঃ সেন্ট্রিফিউজ মেশিন বলতে কি বুঝায়?
প্রশ্নঃ কত ডিগ্রী তাপমাত্রায় তেল সেন্ট্রিফিউজ করা হয় লিখুন।
প্রশ্নঃ ট্রান্সফরমারের কোর এবং কোয়েল আনা নেওয়ার জন্য কোন যন্ত্রপাতি ব্যবহার করা হয়?
প্রশ্নঃ হিটিং চেম্বারের ভেতর তাপ নিরোধক হিসেবে কি কি মালামাল ব্যবহার করা হয়?
প্রশ্নঃ হিটিং চেম্বারে অতিরিক্ত তাপমাত্রা বের করে দেওয়ার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
প্রশ্নঃ পুরাতন তেলের ডাই ইলেকট্রিক ক্ষমতা কত কে ভি এর কম হলে তেল সেন্ট্রিফিউজ করা হয়?
প্রশ্নঃ প্রতি ব্যারেল তেল সেন্ট্রিফিউজ করতে ও পবিস বি আর ই বি কে কত টাকা পে অর্ডার করতে হয়?
প্রশ্নঃ প্রতি ব্যারেল তেল সেন্ট্রিফিউজ করতে অন্যান্য প্রতিষ্ঠান কে কত টাকা দিতে হয়?
প্রশ্নঃ প্রতি ঘন্টায় কত গ্যালন তেল সেন্ট্রিফিউজ করা হয়?
প্রশ্নঃ ভ্যাকুয়াম পাম্প চালু করার সময় কি কি সর্তকতা অবলম্বন করতে হয়?
প্রশ্নঃ ইনলেট পাম্প ও ডিসচার্জ পাম্প চালু করার সময় কি কি সর্তকতা নেওয়া হয়?
প্রশ্নঃ মেশিনের ভেতর ভ্যাকুয়াম হয়েছে কিনা তা কিভাবে বোঝা যায়?
প্রশ্নঃ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ব্যতিরেকে যে উল্লেখযোগ্য কারণে সেন্ট্রিফিউজ মেশিন ইনলেট মোটর পাম্প হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে তার দুটি কারণ লিখুন।
প্রশ্নঃ হিটিং চেম্বারের ফাঁকা স্থানে কি থাকে?
উত্তরঃ গ্লাস, উল, অ্যাসবেস্টস শীট।
প্রশ্নঃ হিটিং চেম্বারের ভিতর হতে মালামাল বাহির করার --- আগে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিতে হবে।
উত্তরঃ কমপক্ষে 15 মিনিট।
প্রশ্নঃ হিটিং চেম্বারে সাধারণত সর্বোচ্চ --- ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ব্যবহার করা হয়।
উত্তরঃ ৭০ ডিগ্রী সেন্টিগ্রেড।
প্রশ্নঃ হিটিং প্রক্রিয়ায় কয়েলের উপর সরাসরি হিট প্রয়োগ পরিহার করার জন্য --- লাগানো হয়।
উত্তরঃ ব্লোয়ার।
প্রশ্নঃ ইলেক্ট্রো ব্লোয়ার কেন ব্যবহার করা হয়?
উত্তরঃ হিটিং চেম্বার এ তাপমাত্রা সমভাবে বিতরণের জন্য। প্রশ্নঃ হিটিং চেম্বারের ভিতর মালামাল আনা নেওয়ার জন্য কি ব্যবহার করা হয়।
উত্তরঃ ট্রলি।
প্রশ্নঃ হিটিং চেম্বারে দুই দেয়ালের মাঝখানে কতটুকু ফাকা থাকে।
উত্তরঃ 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি।
প্রশ্নঃ হিটিং চেম্বারে ক্ষমতা কত?
উত্তরঃ 2000 ওয়াট হতে 10000 হাজার ওয়াট পর্যন্ত।
সেন্ট্রিফিউজিং
প্রশ্নঃ অয়েল সেন্ট্রিফিউজ মেশিন এর তাপমাত্রা কত?
উত্তরঃ ফিফটি ডিগ্রি সেন্টিগ্রেড
প্রশ্নঃ অয়েল কেন সেন্ট্রিফিউজ করা হয়।
উত্তরঃ ডাই ইলেকট্রিক ক্ষমতা বাড়ানোর জন্য।
প্রশ্নঃ অয়েল পরীক্ষা করা হয় কেন।
উত্তরঃ তেলের ইনসুলেশন ক্ষমতা জানার জন্য।
প্রশ্নঃ তেলের টেস্টিং ভেসেলের 2 ইলেকট্রোড এর মধ্যকার দূরত্ব/গ্যাপ /ফাঁকা কত?
উত্তরঃ 2.54 মিলি মিটার।
প্রশ্নঃ তেলের গ্রহণযোগ্য ডাই ইলেকট্রিক টেস্ট কত?
উত্তরঃ
নতুন তেলের বেলায় ৩০ কেভি
পুরাতন তেলের বেলায় 26 কেভি
প্রশ্নঃ তেলের স্ট্যান্ডার্ড পরিমাপক যন্ত্রের সংক্ষিপ্ত নাম কি?
উত্তরঃ ASTMD877A-02
প্রশ্ন টেস্টিং মেশিন প্রথমে 2 মিনিট পর রেজাল্ট দিবে এবং পরবর্তীতে এক মিনিট পর পর রেজাল্ট দিবে।
প্রশ্ন কতবার টেস্টের মান গড় করে দিলে রেজাল্ট তৈরি করা হয়?
উত্তরঃ পাঁচবারের।
প্রশ্নঃ অয়েল টেস্ট করা হয় কত পাওয়ার দিয়ে?
উত্তরঃ 3 কে ভি।
প্রশ্নঃ ফিল্টারিং এলিমেন্ট কে কি বলা হয়?
উত্তরঃ ফুলার আর্থ।
প্রশ্নঃ ইলেকট্রোড এর মাঝে গ্যাপ বেশি বা কম হলে কি সমস্যা হবে?
উত্তরঃ তেলের মান সঠিক হবে না।
প্রশ্ন রি-কন্ডিশন প্রক্রিয়ায় সেন্ট্রিফিউজ কি?
উত্তরঃ সেন্ট্রি ফিউজিং = তাপ প্রয়োগ + চাপ প্রয়োগ + ফিল্টার
প্রশ্নঃ টেম্পারেচার কন্ট্রোলার সেটিং এর তাপমাত্রা সাধারণত--- ডিগ্রী সেন্টিগ্রেড রাখা হয়।
উত্তরঃ 50 ডিগ্রি সেন্টিগ্রেড।
প্রশ্নঃ তেল পরীক্ষাকরণ এর ধাপ কয়টি?
উত্তরঃ 5 টি যথাঃ
প্রথম ধাপ 2 মিনিট।
দ্বিতীয় থেকে পঞ্চম ধাপ পর্যন্ত এক মিনিট সময় ধরে।
প্রশ্নঃ তেল সেন্ট্রিফিউজ মেশিন এর অপারেশন প্রেসার কত?
উত্তরঃ 100 পিএসআই
প্রশ্নঃ তেল হতে পানি পৃথক করার যন্ত্রের নাম কি?
উত্তরঃ চিলার।
প্রশ্নঃ কোন যন্ত্রের সাহায্যে তেলের তাপমাত্রা পরিবর্তন করা হয়?
উত্তরঃ হিট এক্সচেঞ্জার।
প্রশ্নঃ--- এর কাজ হলো তেলের -- ছাকা।
উত্তরঃ স্ট্রিনার, ময়লা।
প্রশ্নঃ তেল সেন্ট্রিফিউজ মেশিন এর মোটর বন্ধ হওয়ার চারটি কারণ লিখুনঃঃ
উত্তরঃ
★সিলেক্ট সুইচ অফ পজিশনে রাখলে
★তেলের প্রবাহ বন্ধ থাকলে
★ইনলেট পাম্প মটর বন্ধ হলে
★ তেলের তাপমাত্রা সেট পয়েন্টের বেশি হলে।
প্রশ্নঃ ফিল্টারের কাজ কি?
উত্তরঃ তেলের ভিতরে থাকা ময়লা পরিষ্কার করা।

No comments

Powered by Blogger.