MAKE MONEY

প্রশ্নাবলীঃ

T-2

১। প্রশ্নঃ ওহমের সূত্রটি লিখুন।
২। প্রশ্নঃ অহমের গাণিতিক সূত্র টি লিখুন।
৩। প্রশ্নঃ একজন অসুস্থ লাইনম্যানকে পোল থেকে নামানোর জন্য কোন নট ব্যবহার করা হয়?
৪। প্রশ্নঃ পবিস সিস্টেমে যে সমস্ত নট ব্যবহার করা হয় তার ব্যাস কত?
প্রশ্নঃ পোল বা খুঁটি টানার জন্য কোন নট ব্যবহার করা হয়?
প্রশ্নঃ গাছের ডালপালা কেটে নামানোর জন্য কোন নট ব্যবহার করা হয়?
প্রশ্নঃ তার টানার জন্য কোন নট ব্যবহার করা হয়?
প্রশ্নঃ এটমের ক্ষুদ্রতম অংশ কয়টি ওকি কি?
প্রশ্নঃ এটমের ক্ষুদ্রতম অংশ কোনটি ধনাত্মক আর কোনটি ঋণাত্মক তা উল্লেখ কর?
প্রশ্নঃ আর এম এস কাকে বলে। আর এম এস এর মান কত?
প্রশ্নঃ কৌণিক বেগ কাকে বলে?
প্রশ্নঃ বেগ কাকে বলে?
প্রশ্নঃ 3 ফেজ জেনারেটর এর দুইটি কয়েলের ফেজ পার্থক্য কত?
প্রশ্নঃ 2 ফেজ জেনারেটর এর দুটি কয়েলের ফেজ পার্থক্য কত?
প্রশ্নঃ প্রাইমারি কুন্ডলী কাকে বলে?
প্রশ্নঃ ভোল্টেজ ড্রপ কাকে বলে?
প্রশ্নঃ একটি 11kv লাইনের রেজিস্টেন্স 10 ওহম এবং 20 এম্পিয়ার লোড কারেন্ট প্রবাহিত হয় তবে 1 ঘন্টায় কি পরিমান শক্তি অপচয় হবে?
প্রশ্নঃ আবাসিক ভবনে 240 ভোল্ট এর সহিত ১০ ওহম রেজিস্ট্যান্স সংযুক্ত থাকলে,২ ঘন্টা চলিলে কি পরিমান শক্তি অপচয় হবে?
প্রশ্ন: ওহমের সূত্রানুযায়ী ভোল্টেজ রেজিস্ট্যান্স এর সহিত ————— এবং কারেন্টের সহিত —–—–।
প্রশ্নঃ নিচের কোনটি ঋণাত্মক চার্জ বিশিষ্ট—
ইলেকট্রন/প্রোটন/নিউট্রন।
★★T-3★★

টি-৩

1. উৎপাদনকারি 5 টি প্রতিষ্ঠান এর নাম লিখুন।
2. বিদ্যুৎ সঞ্চালনকারী প্রতিষ্ঠান এর নাম কি?
3. বিদ্যুৎ বিতরনকারী 5 টি প্রতিষ্ঠান এর নাম লিখুন।
4. বিদ্যুৎ এর জেনারেটিং ভোবিদ্যুৎল্টেজ কত?
5. বিদ্যুৎ এর বিতরন লাইনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম লিখুন।
★ টি-৪★

ISO

1. ISO কি?
2. BREB কবে আই এস ও সনদ লাভ করে?
3. ISO 14001 কোন তে কোন বিষয়ে নির্দেশনা দেয়া আছে?
QMS:QUALITY MANAGEMENT SYSTEM.
IMS:INTEGRATED MANAGEMENT SYSTEM.
MR:MANAGEMENT REPRESENTATIVE.
ISO:18001 : HEALTH MANAGEMENT SYSTEM.
ISO:50001:ENERGY MANAGEMENT SYSTEM.
ISO: INTERNATIONAL ORGANIZATION FOR STANDARDIZATION.
ISO বাস্তবায়নকারী বিআরইবি প্রতিনিধিঃ পরিচালক প্রশিক্ষণ পরিদপ্তর।
★★আইএসও বাস্তবায়ন করতে সরকারি আইন কে মেনে চলতে হয় - সত্য/মিথ্যা। ৷৷
T-5

১৯। ফেজ টেস্টার কি?
২০। ফেজিং কাকে বলে।
২১। ফেজিং আউট কাকে বলে?
২২। ফেজিং আউট কত প্রকার ও কি কি?
২৩। ফেজিং আউট করতে কি কি যন্ত্রপাতি লাগে?
২৪। ফেজ টেস্টার এ নমনীয় কেবল এর দৈর্ঘ্য কত ফিট?
২৫। ফেজ টেস্টার কি দ্বারা তৈরি?
২৬। ফেজ টেস্টার এর কাজ কি?
২৭। পবিস সিস্টেমে কি ধরনের ফেজ টেস্টার ব্যবহার করা হয়?
২৮। 11kv ফেজ টেস্টার দ্বারা 33kv লাইনে আউট করা যায় কি?
২৯। ফেজ টেস্টার দ্বারা ভোল্টেজ পরিমাপ করা যায়- সত্য/মিথ্যা ।
৩০। ফেইজ আউট করতে কতজন লোক লাগে?
৩১। লুপ লাইন কাকে বলে?
৩২। টাই লাইন প্যারালাল কাকে বলে?
৩৩। টাই লাইন কাকে বলে?
৩৪। লুপ লাইন ও টাই লাইনের মধ্যে পার্থক্য কি?
৩৫। ফেজ টেস্টার দ্বারা ফেজ আউট করার সময় সম ফেজ কিনা তা কিভাবে বোঝা যাবে?

Lightning Arrester:

প্রশ্ন: লাইটেনিং এরেস্টার কাকে বলে?
প্রশ্ন: কি কি কারনে অতি ভোল্টেজ উৎপন্ন হয়?
প্রশ্ন: সুইজিং সার্জ কাকে বলে?
প্রশ্নঃ কয় শ্রেণীর লাইটেনিং এরেস্টার ব্যবহার করা হয়?
প্রশ্নঃ লাইটেনিং এরেস্টার কত প্রকার ও কি কি?
প্রশ্ন: সেকেন্ডারী লাইনে লাইটিং এরেস্টার ব্যবহার করা হয় -সত্য মিথ্যা।
প্রশ্নঃ সেকেন্ডারি লাইনে কত কেবি পর্যন্ত লাইটিং অ্যারেস্টার ব্যবহার করা হয়?
প্রশ্নঃ লাইটিং এরেস্টার এ পজেটিভ চাজ নেগেটিভ চার্জ শেষ হয় -সত্য মিথ্যা।
প্রশ্নঃ সুইচিং সার্জ কি?
প্রশ্নঃ লাইটেনিং এরেস্টার সব সময় সিঙ্গেল ফেজে সংযোগ হয় উক্তিটি সত্য। সত্য মিথ্যা।
উত্তরঃ সত্য।
টি-7

পরিমাপ:

প্রশ্নঃ পবিস সিস্টেমে কয় ধরনের মিটার ব্যবহার করা হয়?
প্রশ্নঃ ইন্ডিকেটিং মিটার দ্বারা কি পরিমাপ করা হয়?
প্রশ্নঃ ইন্ডিকেটিং মিটার এর সুবিধা কি কি?
প্রশ্নঃ রেকর্ডিং মিটার কি কাজে ব্যবহার করা হয়?
প্রশ্নঃ রেকর্ডিং মিটার এর সুবিধা ও অসুবিধা কিঃঃ
প্রশ্নঃ ডিজিটাল মিটার এর সুবিধা কি?
প্রশ্নঃ ডিজিটাল মিটার পরিচালনার জন্য একটি ভালো মানের কি প্রয়োজন হয়?
প্রশ্নঃ মেগার কি?
প্রশ্নঃ মেগার কয় ধরনের ও কি কি?
প্রশ্নঃ মেগার দ্বারা কি টেস্ট করা হয়?
প্রশ্নঃ কারেন্ট, ভোল্ট ও ওহম মাপা যায় কোন মিটার দ্বারা?
প্রশ্নঃ অ্যামিটার দ্বারা কি পরিমাপ করা হয়?
প্রশ্নঃ ওয়াট মিটার এর কাজ কি?
প্রশ্নঃ এনার্জি মিটার কাকে বলে?
প্রশ্নঃ ভেরীয়্যাক মিটার কি?
প্রশ্নঃ সাব-স্টেশনের আর্থ রেজিস্টেন্স কত?
★অন্যান্য ক্ষেত্রে আর্থ রেজিস্ট্যান্স কত?
প্রশ্নঃ ওহম মিটার দ্বারা কি পরিমাপ করা হয়?
প্রশ্ন: ফ্রিকোয়েন্সি মাপার যন্ত্র কি?
প্রশ্ন: কোন যন্ত্রের সাহায্যে তারের নিজস্ব রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়?
প্রশ্ন: পাওয়ার ফ্যাক্টর মাপার যন্ত্রের নাম কি?
T-8

ACR/OCR
প্রশ্ন: পাঁচটি এ সি আর ম্যানুফ্যাকচারিং কোম্পানির নাম লিখুন।
প্রশ্নঃ এ সি আর এবং ও সি আর এর মধ্যে পার্থক্য লিখুন?
প্রশ্নঃ এ সি আর এর বিভিন্ন যন্ত্রাংশের নাম লিখুন।
প্রশ্নঃ টাইম ডিলে ইন্টারাপ্টার এর কাজ কি?
T-9:
লাইন টহল

প্রশ্নঃ আমাদের সমগ্র বৈদ্যুতিক সিস্টেম কে কিসের সাথে তুলনা করা হয়?
প্রশ্নঃ লাইন টহল কাকে বলে?
প্রশ্নঃ লাইন টহলের উদ্দেশ্য কি?
প্রশ্নঃ লাইন টহল কয় প্রকার ও কি?
প্রশ্নঃ জরুরি লাইন টহল কাকে বলে?
প্রশ্নঃ নিয়মিত লাইন টহল কাকে বলে?
প্রশ্নঃ কতদিন পর পর নিয়মিত লাইন টহল দিতে হয়?
প্রশ্নঃ 11kv লাইনে কতদিন পর পর নিয়মিত টহল দেয়া হয়?
প্রশ্নঃ কোন লাইন টহলের সময় লাইনটিকে বিদ্যুতায়িত ভাবতে হবে?
প্রশ্নঃ ফলো আপ লাইন টহল কাকে বলেঃ
প্রশ্নঃ সুনির্দিষ্ট লাইন টহল কাকে বলে?
প্রশ্নঃ ত্রুটি খুঁজে পাওয়া গেলে কোন লাইন টহলের প্রয়োজন নাও হতে পারে?
প্রশ্নঃ লাইন টহলের প্রাপ্ত তথ্যাদি কোন ফরম পূরণের মাধ্যমে প্রতিবেদন তৈরি করতে হয়?

Transformer Test:

প্রশ্নঃ ট্রান্সফরমার টেস্ট কত প্রকার?
প্রশ্নঃ রুটিন টেস্ট কয় প্রকার ও কি কি?
প্রশ্নঃ পোলারিটি কাকে বলে?
প্রশ্নঃ পোলারিটি টেস্ট কয় প্রকার ও কি কি?
প্রশ্নঃ ফুল লোড টেস্ট কাকে বলে?
প্রশ্নঃ নো লোড টেস্ট কাকে বলে?
প্রশ্নঃ কন্টিনিউটি টেস্ট এর চিত্র এঁকে দেখাও?
প্রশ্নঃ ইন্সুলেশন টেস্ট এর মেগার রেজাল্ট কত হবে?
প্রশ্নঃ 5 এম ভি এ ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি কারেন্ট বের করুন?
প্রশ্ন: এডিটিভ পোলারিটি কাকে বলে প্রশ্ন সাবজেক্টিভ পোলারিটি কাকে বলে।
প্রশ্নঃ ফুল লোড কোন বিতরণ ট্রান্সফরমারের ইম্পিডেন্স ভোল্টেজ 4.5 শতাংশ হলে ফুল লোড ইম্পিডেন্স ভোল্টেজ কত?
T-11
হিটিং চেম্বার
প্রশ্নঃ হিটিং চেম্বার বলতে কী বোঝায়?
প্রশ্নঃ ফিল্টার মেশিন বলতে কী বোঝো?
প্রশ্নঃ ফিল্টার মেশিনে তেল ঢালার কত সময় পর তেল সেন্ট্রিফিউজ করা হয়?
প্রশ্নঃ 5০০-14 বলতে কী বোঝো?
প্রশ্নঃ সেন্ট্রিফিউজ মেশিন বলতে কি বুঝায়?
প্রশ্নঃ কত ডিগ্রী তাপমাত্রায় তেল সেন্ট্রিফিউজ করা হয় লিখুন।
প্রশ্নঃ ট্রান্সফরমারের কোর এবং কোয়েল আনা নেওয়ার জন্য কোন যন্ত্রপাতি ব্যবহার করা হয়?
প্রশ্নঃ হিটিং চেম্বারের ভেতর তাপ নিরোধক হিসেবে কি কি মালামাল ব্যবহার করা হয়?
প্রশ্নঃ হিটিং চেম্বারে অতিরিক্ত তাপমাত্রা বের করে দেওয়ার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
প্রশ্নঃ পুরাতন তেলের ডাই ইলেকট্রিক ক্ষমতা কত কে ভি এর কম হলে তেল সেন্ট্রিফিউজ করা হয়?
প্রশ্নঃ প্রতি ব্যারেল তেল সেন্ট্রিফিউজ করতে ও পবিস বি আর ই বি কে কত টাকা পে অর্ডার করতে হয়?
প্রশ্নঃ প্রতি ব্যারেল তেল সেন্ট্রিফিউজ করতে অন্যান্য প্রতিষ্ঠান কে কত টাকা দিতে হয়?
প্রশ্নঃ প্রতি ঘন্টায় কত গ্যালন তেল সেন্ট্রিফিউজ করা হয়?
প্রশ্নঃ ভ্যাকুয়াম পাম্প চালু করার সময় কি কি সর্তকতা অবলম্বন করতে হয়?
প্রশ্নঃ ইনলেট পাম্প ও ডিসচার্জ পাম্প চালু করার সময় কি কি সর্তকতা নেওয়া হয়?
প্রশ্নঃ মেশিনের ভেতর ভ্যাকুয়াম হয়েছে কিনা তা কিভাবে বোঝা যায়?
প্রশ্নঃ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ব্যতিরেকে যে উল্লেখযোগ্য কারণে সেন্ট্রিফিউজ মেশিন ইনলেট মোটর পাম্প হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে তার দুটি কারণ লিখুন।
T-12

Line Operation & Maintenance

প্রশ্নঃ ট্রান্সফর্মার কি?
প্রশ্নঃ একটি উপকেন্দ্রের নিরাপত্তামূলক পাঁচটি যন্ত্রের নাম লিখ?
প্রশ্নঃ সাবস্টেশন রক্ষণাবেক্ষণ ও পরিদর্শন মাসিক প্রতিবেদন বা পবিবো ফরম নম্বর কত?
প্রশ্নঃ লে-আউট ফরম নম্বর কত?
প্রশ্নঃ সাবস্টেশন রক্ষণাবেক্ষণ ও পরিদর্শন বাৎসরিক প্রতিবেদন ফরম নম্বর কত?
প্রশ্নঃ উপকেন্দ্র রক্ষণাবেক্ষণ ও পরিদর্শন নির্দেশিকা কত?
প্রশ্নঃ উপকেন্দ্র রক্ষণাবেক্ষণ ও পরিদর্শন নির্দেশিকা কত থেকে কত পেজ থেকে পর্যন্ত?
প্রশ্নঃ পাওয়ার ট্রান্সফরমারের মেগার রেজাল্ট কত গিগা?
★TRANSFORMER RECORD CARD FORM NO:
★ VOLTAGE REGULATOR RECORD CARD FORM NO:
★ACR/OCR RECORD CARD FORM NO:
★METER RECORD CARD NO:
★ENERGITATION RECORD CARD NO:
★OUTRAGE RECORD CARD FORM NO:
★ STAKING SHEET RECORD CARD FORM NO:
★ DAILY WORK REPORT RECORD CARD FORM NO:
★ SERVICE ORDER RECORD CARD FORM NO:
★ SWITCHING AND TAGGING RECORD CARD FORM NO:
★ LINE INSPECTION RECORD CARD FORM NO:
★ RED TAG RECORD CARD FORM NO:
★ SUBSTATION MAINTENANCE RECORD CARD FORM NO:
T-15

ACR/OCR PRACTICAL& THEORY

প্রশ্নঃ এ সি আর এর 5 টি কোম্পানির নাম লিখুন।
প্রশ্নঃ নিউ লেক এ সি আর কত প্রকার ও কি কি?
প্রশ্নঃ নিউ লেক এ সি আর এর কোন ভার্সন টি বর্তমানে ব্যবহার করা হয় না?
প্রশ্নঃ কোন এ সি আর এ অয়েল ব্যবহার করা হয়?
প্রশ্নঃ এ সি আর মেরামত যোগ্য না অযোগ্য?
প্রশ্নঃ এ সি আর ও ও সি আর এর ইন্সুলেশন মিডিয়া হিসেবে কি ব্যবহার করা হয়?
প্রশ্নঃ ও সি আর এর দুটি কোম্পানির নাম লিখুন।
প্রশ্নঃ এ সি আর সনাক্তকরণ পদ্ধতি কি?
প্রশ্নঃ এসিআর বা ওসিআর এ কি জন্য অয়েল ব্যবহার করা হয়?
প্রশ্নঃ ফল্ট কয় প্রকার ও কি কি?
প্রশ্নঃ এসিআর এর বুশিং কয়টি?
প্রশ্নঃ এ সি আর এর বাহিরের কয়েকটি যন্ত্রাংশের নাম লেখ।
প্রশ্নঃ এসি সি আর এর ভেতরের কয়েকটি যন্ত্রাংশের নাম লিখুন।
প্রশ্নঃ এ সি আর এর লিভারের কাজ কি?
প্রশ্নঃ এ সি আর এর নেমপ্লেটে কি কি তথ্য থাকে?
প্রশ্নঃ ক্লোজিং কয়েল কয় প্রকার ও কি কি?
প্রশ্নঃ এসিআর বা ওসিআর স্থাপনের আগে মেগার টেস্ট করা হয় -সত্য/মিথ্যা।
প্রশ্নঃ এসিআর বা ওসিআর কয় ভাবে মেগার টেস্ট করা হয়?
প্রশ্নঃ এ সি আর ওপেন অবস্থায় মেগা রেজাল্ট কত?
প্রশ্নঃ এ সি আর ক্লোজ অবস্থায় মেগার রেজাল্ট কত?
প্রশ্নঃ এ সি আর বা ও সি আর এ তেল এবং গ্যাস এর কাজ কি?
প্রশ্নঃ ভ্যাকুয়াম ইন্টারাপ্টার এর ভেতর আর্ক নেভাতে সাহায্য করে কে?
প্রশ্নঃ ভ্যাকুয়াম ইন্টারাপ্টার এর কনট্রাক কয়টি ও কি কি?
প্রশ্নঃ ও সি আর এর ক্লোজিং কয়েল এ সব সময় 6350 ভোল্ট পাই-সত্য/মিথ্যা।
প্রশ্নঃ ও সি আর এর কয় ধরনের কয়টি কয়েল থাকে?
প্রশ্নঃ ও সি আর এর ট্রিপিং কোয়েল মোট কয়টি?
প্রশ্নঃ ও সি আর এর ভেতর আগুন নেভাতে সাহায্য করে কে?
প্রশ্নঃ একটি ও সি আর এর কোন কয়েল পরিবর্তন করে রেটেড এম্পিয়ার পরিবর্তন করা যায়?
প্রশ্নঃ রেটেড অ্যাম্পিয়ার পরিবর্তন করার পর কি কাজ করতে হয়?
প্রশ্নঃ সোলোনাইড কন্ট্রাক প্লেট এর কাজ কি?
প্রশ্নঃ একটি ও সি আর এর ভেতর ফিউজ থাকে কয়টি এম্পিয়ার সহ উল্লেখ কর।
প্রশ্নঃ ও সি আর এর ভেতর টাইম ডিলে এর কাজ কি?
প্রশ্নঃ এসিআর এর সোর্স সাইড ও লোড সাইড চেনার উপায় কি?
প্রশ্নঃ ওসিআর এর কাল গ্যাস কেট এর নাম কি এবং কেন ব্যবহার করা হয়?
প্রশ্নঃ স্লিড হুড এর কয়টি অংশ ও কি কি?
প্রশ্নঃ এ সি আর এবং ও ওসিআর এর গ্রাউন্ডিং কিভাবে করতে হয়?
প্রশ্নঃ এসিআর এর কি কি সেটিং এনাবল রাখতে হয়?
প্রশ্নঃ এসিআর প্যানেল বোর্ড এর কোন সেটিং ডিজেবল রাখতে হয়?
প্রশ্নঃ এসিআর এর কত ভোল্ট এর ব্যাটারি ব্যবহার করা হয় এবং কেন?
প্রশ্নঃ সেনসিটিভ আর্থ ফল্ট কি জন্য করে?
প্রশ্নঃ এ সি আর এ গ্যাস কয় ভাবে দেওয়া যায় ও কি কি?
প্রশ্নঃ এ সি আর এর ভেতরের কয়েকটি যন্ত্রাংশের নাম লিখুন।
প্রশ্নঃ অয়েল টেস্ট করা হয় কি দ্বারা?
প্রশ্নঃ দুই ইলেকট্রোড এর মাঝে গ্যাপ কত?
প্রশ্নঃ এ সি আর এ কয় ধরনের কয়েল থাকে?
প্রশ্নঃ গঠন অনুসারে এ সি আর কয় ধরনের ও কি কি?
প্রশ্নঃ সিরিজ ট্রিপ কোয়েল প্রতি ফেজের ——— কারেন্টে ট্রিপ করে।
প্রশ্নঃ তেল যে পাত্রে রাখা হয় তার নাম কি?
প্রশ্নঃ প্রতি সেকেন্ডে কত কেভি তেল ফ্লো করা হয়?
প্রশ্নঃ এ সি আর বা ওসিআর এ কয়টি করে ক্লোজিং কয়েল থাকে?
প্রশ্নঃ ইন্টারাপ্টার কয় প্রকার ও কি কি?
★★★ এসিআর বা ওসিআর এর হার্ট বলা হয় কাকে?
প্রশ্নঃ ক্লোজিং কয়েল এর রেটেড ভোল্টেজ কত?
প্রশ্নঃ কার্ভ কি? কার্ভ কয় প্রকার ও কি কি?
প্রশ্নঃ কার্ভ কয় ধরনের ও কি কি?
প্রশ্নঃ এ সি আর এ সাধারণত কোন কার্ড সেটিং করা থাকে ও কত সময়ের ট্রিপ করে?
প্রশ্নঃ পিসিবি এর মেনু কয়টি ও কি কি?
প্রশ্নঃ ইনটেক এসিআর এর বিভিন্ন মেনুর নাম লিখুন।
প্রশ্নঃ প্যানেল বোর্ড এর ব্যাটারি সংযোগ কোন ধরনের?
প্রশ্নঃ ইভেন্ট লগে কোন ধরনের তথ্য থাকে?
প্রশ্নঃ এ সি আর এর প্রটেকশন ডিভাইস কয়টি ও কি কি?
প্রশ্নঃ নিউ লেক এ সি আর এর গ্যাস প্রেসার কত?
প্রশ্নঃ ইনটেক এ সি আর এর গ্যাস প্রেসার কত?
প্রশ্ন: নিচের শব্দগুলোর ফুল মিনিং লিখ?
SCEM:
CCEM:
CAPM:
OPS:
PCB:
T-16 বৃহৎ লোড মিটারিং

বৃহৎ লোড মিটারিং ®

★★★75-100 kva পর্যন্ত সেকেন্ডারি মিটারিং।
★★★ 100 কেভিএ এর উপরে হলে প্রাইমারি মিটারিং।
★★ এর সিদ্ধান্ত অনুযায়ী ৫০কিলো ওয়াট এর উপরে লোড হলে প্রাইমারি মিটারিং করতে হবে।
★★★ সেকেন্ডারি মিটারিং করলে গ্রাহককে 2.5 শতাংশ বিল বেশি দিতে হয় ।
★★ANSI দ্বারা মিটারের সর্বোচ্চ কারেন্ট বহন ক্ষমতা বুঝায়।
★★★ IEC দ্বারা মিটারের অ্যাকুরেসি ক্ষমতা বুঝায়।
★★★একটি মিটারের অ্যাকুরেসি ক্লাস ১ দ্বারা কি বুঝায়?
উত্তরঃ +-১%
একই কেবল এর জন্য 6350 ভোল্ট লাইনে HT তুলনায় LT তে প্রায় 700 গুণ লস বেশি।
★★★11kv 450 kw গ্রাহকের জন্য কত রেশিও সিটি লাগবে?
★★★ 1MW 11KV লাইনের কারেন্ট কত?
★★★ 5 KVA ট্রান্সফরমারের প্রাইমারি কারেন্ট কত?
প্রশ্নঃ ৫ এম ভি এ পাওয়ার ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারি কারেন্ট কত?
★★★ 11 কেভি লাইনের সিটি রেশিও 30ঃ5 মাল্টিপ্লায়ার কত?
★★★ CT এর সেকেন্ডারি ওপেন রাখা যায় না।
CT এর সেকেন্ডারি সব সময় শর্ট রাখতে হয়।
ওপেন বা শর্ট রাখার কারণঃঃ
★★* সিটি সেকেন্ডারি ওপেন থাকলে অতিরিক্ত হাই ভোল্টেজ উৎপন্ন হয় যা বিপদজনক।
* সিটি কোর ম্যাগনেটিক ফ্লাক্স এর ওভার সিচুরেশন এ গরম হয়ে সিটি পুড়ে যাবে।
★★প্রশ্নঃ মিটারিং করতে কত সাইজের কেবল লাগে?
উত্তরঃ 4 RM বা তার বেশি সাইজের।
★★★প্রশ্নঃ একটি মিটারের রিডিং—KWH=12 KVARH=5 P.F=?
★★★কোন গ্রাহকের kwh=12,P.F=.92,KVARH=?
প্রশ্নঃ কত কিলোওয়াট এর বেশি লোড হলে বার্ক এর নিয়ম অনুযায়ী প্রাইমারি মিটারিং করা লাগবে

উত্তর: 50 কিলোওয়াট এর উপরে হলে

প্রশ্ন: একটি গ্রাহকের লোড 300 কিলোওয়াট হলে কত রেশিও এর সিটি প্রয়োজন হবে বের করুন?

১০০—২০০ KW পর্যন্ত লোড অনুমোদনকারী কর্তৃপক্ষ PBS Gm
২০১—৫০০ KW পর্যন্ত লোড অনুমোদনকারী কর্তৃপক্ষ DIRECTOR(SEND)
৫০১–১০০০ KW পর্যন্ত লোড অনুমোদনকারী কর্তৃপক্ষ প্রধান প্রকৌশলী প্ল্যানিং
১০০১–৩০০০ KW পর্যন্ত লোড অনুমোদনকারী কর্তৃপক্ষ MEMBER(PND)
৩০০১–১০০০০ KW পর্যন্ত লোড অনুমোদনকারী কর্তৃপক্ষ CHAIRMAN BREB
১০০০০– KW পর্যন্ত লোড অনুমোদনকারী কর্তৃপক্ষ MONISTRY OF POWER AND ENERGY.

T-17
তৈল পরীক্ষাকরণ

প্রশ্নঃ তেলের বিভিন্ন নাম সমূহ লিখুন।
প্রশ্নঃ তেলের কাজ কি
প্রশ্নঃ তেলের বিভিন্ন টেস্টের নাম লিখুন।
প্রশ্নঃ পুরাতন এবং নতুন তেলের সর্বনিম্ন ডাই ইলেকট্রিক স্ট্রেংথ কত?
প্রশ্নঃ কোন স্ট্যান্ডার্ড এ তেল টেস্ট করা হয় ?
প্রশ্নঃ ডাই ইলেকট্রিক স্ট্রেংথ কত?
প্রশ্নঃ কোয়েল টেস্টিং মেশিন এ ভোল্টেজ বৃদ্ধির হার কত?
প্রশ্নঃ তেল টেস্ট করার নিয়ম লিখুন ।
প্রশ্নঃ এইচটি থেকে এল টি তে কত গুণ লস বেশি?
ASTMD= Full Meaning..? T-19 পোল নাম্বারিং প্রশ্নঃ EERC Meaning কি?

উত্তরঃ ইলেকট্রনিক ইকুইপমেন্ট রেকর্ড কার্ড।


প্রশ্নঃ পোল নাম্বারিং এর প্লেট এর সাইজ কি?

উত্তরঃ 12x1" and 18x1.5"


প্রশ্নঃ প্লেট কি পদার্থের তৈরি?

উত্তরঃ অ্যালুমিনিয়াম এর।


প্রশ্নঃ নাম্বারিং প্লেট পোলের কতটুকু উপরে হবে।

উত্তরঃ 13 ফিট উপরে।


* মাটি থেকে 7 ফুট উপরে হবে*

প্রশ্নঃ প্লেটের রং কেমন হবে?

উত্তরঃ সাদা রং হবে।


প্রশ্নঃ পোল নাম্বারিং প্লেটে লেখার রং কি হবে?

উত্তরঃ লাল রং।


প্রশ্নঃ পোল নাম্বারিং প্লেটে লেখার উচ্চতা কতটুকু হবে?

উত্তরঃ 1 ইঞ্চি।


প্রশ্নঃ পোল নাম্বারিং প্লেট পোলে স্থাপন করার জন্য কোন ধরনের তার ব্যবহার করা হয়?

উত্তরঃ কপার বা তামার তার।


প্রশ্নঃ প্লেটের তার বাঁধার জন্য পেরেক কোন পদার্থের হবে?

উত্তরঃ স্টেইনলেস স্টিল।


প্রশ্নঃ কয় ধরনের পোল কে কি পোল বলা হয়?

উত্তরঃ 13 ধরনের।


প্রশ্নঃ নাম্বার প্লেট এ কয়টি ছিদ্র থাকে?

উত্তরঃ 8 টি।


T-23 MOTOR প্রশ্নঃ মোটর কাকে বলে?
প্রশ্নঃ মোটরের ক্ষমতা কয় প্রকার ও কি কি?
উত্তরঃ দুই প্রকারঃ
★ আপাত ক্ষমতা
★প্রকৃত কর্মদক্ষতা।
N.B: মোটরের আপাত ক্ষমতা পরিমাপ করা যায় ভোল্ট এম্পিয়ার/ কিলো ভোল্ট অ্যাম্পিয়ার দ্বারা।
প্রশ্নঃ মোটর এর প্রকৃত কর্মদক্ষতা পরিমাপ করা যায় ওয়াট বা কিলোওয়াট দ্বারা।
★ক্যাপাসিটর এর ক্ষমতার একক মাইক্রো ফ্যারাড।
প্রশ্নঃ ★ মোটরের ক্যাপাসিটর সংযোগ প্যারালাল।
★মোটর এর স্থির অংশ স্টেটর
★ মটরের চলন্ত অংশ রটর
★ স্টেটর ও রোটর এর মাঝে কোন বৈদ্যুতিক সংযোগ থাকে না।
হর্সপাওয়ার কে কেভিএ রূপান্তর করার সূত্রঃ
আপাত ক্ষমতা KVA = HPxKW ÷PFxপ্রকৃত কর্মদক্ষতা।
★মোটর ইনস্ট্রাকশন-১০০-১৯
★ স্টার ডেল্টা সুইচ দুই প্রকারঃ
★ অটোমেটিক -3 টা ম্যাগনেটিক কয়েল থাকে।
★ ম্যানুয়াল- 1 টা ম্যাগনেটিক কয়েল থাকে।

উত্তরঃ যে যন্ত্র বৈদ্যুতিক শক্তিকে কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তির সৃষ্টি করে আমাদের বিভিন্ন উপকারে আসে তাই মোটর ।


প্রশ্নঃ মোটরের কয় ধরনের লস হয় ও কি কি?

উত্তরঃ তিন ধরনের লস হয় যথাঃ
★ ঘর্ষণ লস
★কোর লস
★কপার লস

প্রশ্নঃ 3 ফেজ মোটর যেকোনো হর্সপাওয়ার হতে পারে - সত্য/মিথ্যা।

উত্তরঃ সত্য।

প্রশ্নঃ স্টার্টিং এর সময় প্রতি হর্সপাওয়ার তে কত ক্ষমতার ক্যাপাসিটর লাগে?

উত্তরঃ 60 থেকে 70 মাইক্রো ফ্যারাডে।

প্রশ্নঃ রানিং এর সময় প্রতি হর্সপাওয়ারের তে কত ক্ষমতার ক্যাপাসিটর লাগে?

উত্তরঃ 45 মাইক্রো ফ্যারাডে।

প্রশ্নঃ সিঙ্গেল ফেজ মোটরের সংযোগ সিরিজ /প্যারালাল -সত্য /মিথ্যা ।

উত্তরঃ সত্য।

প্রশ্নঃ 3 ফেজ মোটরের সংযোগ হবে ---।

উত্তরঃ স্টার ডেল্টা ।

প্রশ্নঃ RPM মানে কি?

উত্তর: রেভ্যুলেশন পার মিনিট।

প্রশ্নঃ ফেজ কনভার্টার কাকে বলে?

উত্তরঃ যে যন্ত্রের সাহায্যে সিঙ্গেল ফেজ লাইন কে থ্রি ফেজ লাইনে রূপান্তর করা যায় তাকে ফেজ কনভার্টার বলে ।


প্রশ্নঃ ইন্ডাকশন মোটর সাধারণত কয় প্রকার ও কি কি?

উত্তরঃ দুই প্রকারঃ
★এক ফেজ মোটর ও
★তিন ফেজ মোটর।

প্রশ্নঃ এসি মোটর কয় প্রকার ও কি কি?

উত্তরঃ দুই প্রকার যথাঃ
★সিনক্রোনাস মোটর ও
★ইন্ডাকশন মোটর।

প্রশ্নঃ মটরের কয়েল কয়টি ও কি কি?

উত্তরঃ রানিং ও স্টাটিং কয়েল।

প্রশ্নঃ মোটরের স্টার সংযোগ দেয়া হয় কেন?

উত্তরঃ কারেন্ট কমানোর জন্য।

প্রশ্নঃ সিঙ্গেল ফেজ মোটরের সংযোগ ---।

উত্তরঃ স্টার।

প্রশ্নঃ 1 ফেজ মোটরে ক্যাপাসিটর ব্যবহার করা হয় কেন?

উত্তরঃ স্টার্টিং টর্ক সৃষ্টি করার জন্য।

প্রশ্নঃ 3 ফেজ মোটরে ক্যাপাসিটর ব্যবহার করা হয় কেন?

উত্তরঃ পাওয়ার ফ্যাক্টর উন্নতি করার জন্য ।


প্রশ্নঃ ফেজ কনভার্টারের গ্রহণ ও সরবরাহ ও ভোল্টেজ কত?

উত্তরঃ গ্রহণ 230 ভোল্ট সরবরাহ ফেজ টু ফেজ 400 ভোল্ট ।

প্রশ্নঃ একটি আদর্শ মোটরের ফুল কর্মদক্ষতা কত?

উত্তর: 85%


প্রশ্নঃ স্টার এবং ডেল্টা সংযোগ কাকে বলে?

উত্তরঃ যদি কোন লোড এলিমেন্ট কে ফেজ ও নিউট্রাল এর মাঝে সংযোগ দেয়া হয় তাহলে ওই লোড কে বলা হবে স্টার সংযোগ এবং যদি কোন লোড এলিমেন্ট কে দুই ফেজের মাঝে সংযোগ দেয়া হয় তাহলে ওই সংযোগকে বলা হবে ডেলটা সংযোগ।

T-18,26 ভোল্টেজ রেগুলেটর স্থাপন পরিচালন ও রক্ষণাবেক্ষণ ও উহার বিভিন্ন যন্ত্রাংশ
প্রশ্ন: ভোল্টেজ রেগুলেটর কি?
প্রশ্ন: ভোল্টেজ রেগুলেটর এর বিভিন্ন যন্ত্রাংশের নাম লিখুন?
প্রশ্ন ভোল্টেজ রেগুলেটর কত প্রকার ও কি কি?
*পবিস কোন ধরনের ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করে?
প্রশ্ন: ভোল্টেজ রেগুলেটর এর 5 টি কোম্পানির নাম লিখুন।
প্রশ্ন: ক্যাপাসিটি অনুযায়ী ভোল্টেজ রেগুলেটর কয় ধরনের ও কি কি?
প্রশ্ন: ভোল্টেজ রেগুলেটর এর বুশিং বা টার্মিনাল কয়টি ও কি কি?
প্রশ্ন: ভোল্টেজ রেগুলেটর এর মৌলিক সংযোগ কয়টি ও কি কি?
প্রশ্ন: ভোল্টেজ রেগুলেটর এর মেগার রেজাল্ট উল্লেখ করুন?
প্রশ্ন: ভোল্টেজ এর তিনটি খারাপ অবস্থা কি কি?
প্রশ্ন: ভোল্টেজ রেগুলেটর এর কন্ট্রোল নব কয়টি ও কি কি?
প্রশ্ন: ভোল্টেজ লেভেল কি?
প্রশ্ন: ব্যান্ড উইথ কি?
প্রশ্ন: ভোল্টেজ Bandwidth সূত্র টি লিখুন।
প্রশ্ন: টাইম ডিলে কি?
প্রশ্ন: ভোল্টেজ রেগুলেটর Source & Load Bushing চেনার উপায় কি?
প্রশ্ন: কন্ট্রোল সুইচ কি প্রশ্ন কন্ট্রোল সুইচ এর কয়টি অবস্থা ও কি কি
T-22 প্রাইমারি লাইনে বিদ্যুৎ বিভ্রাট
প্রশ্ন: ট্রাবলশুটার কি?
প্রশ্ন: লাইন আউটেজ কি?
প্রশ্ন: প্রাইমারি লাইনে সম্ভাব্য ট্রাবল গুলি কি কি?
প্রশ্ন: প্রাইমারি লাইনে ভোল্টেজ কম হওয়ার কারণ গুলি কি কি?
প্রশ্ন: প্রাইমারি লাইনে ভোল্টেজ বেশি হওয়ার কারণ গুলি লেখ।
প্রশ্ন: ভোল্টেজ কম হওয়ার ক্ষেত্রে ট্রাবলশুটিংয়ের পদক্ষেপ লিখুন।
প্রশ্ন: ভোল্টেজ বেশি হওয়ার ক্ষেত্রে ট্রাবলশুটিংয়ের পদক্ষেপ লিখুন।
প্রশ্ন: আলো মিটমিট করার কারণ কি?
প্রশ্ন: ফ্লাকচুয়েশন কি?
প্রশ্ন: ব্যাক ফিড কি?
প্রশ্নঃ ডিরেক্ট মিটার ও প্রাইমারি মিটারের জন্য মিটার ও সকেট এর আইটেম নম্বর কত?
প্রশ্নঃ BERC এর সিদ্ধান্ত অনুযায়ী কোন গ্রাহকের লোড 50 কিলো ওয়াট এর উপরে হলে কোন মিটারিং করতে হবে?
প্রশ্নঃ এক মেগাওয়াট লোডের 33 কেভি লাইনে প্রাইমারি কারেন্ট কত?

No comments

Powered by Blogger.