ট্রাবলশুটারঃ
ট্রাবলশুটারঃ বিতরণ ব্যবস্থার কোনো সমস্যা সমাধানের জন্য মনোনীত প্রশিক্ষণপ্রাপ্ত লাইনম্যানকে ট্রাবলশুটার বলে।
প্রশ্নঃ প্রাইমারি লাইনে ভোল্টেজ কম হওয়ার কারণ?
প্রশ্নঃ প্রাইমারি লাইনের ভোল্টেজ বেশি হওয়ার কারন?
প্রশ্নঃ লাইন আউটেজ কাকে বলে?
উত্তরঃ লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকাকে লাইন আউটেজ বলা হয়।
উত্তরঃ দুই ধরনের-
★ ভোল্টেজ কম হওয়া
★ ভোল্টেজ বেশি হওয়া।
উত্তরঃ
১। ভোল্টেজ রেগুলেটর কার্যক্ষম আছে কিনা দেখা
২। ক্যাপাসিটর এর সাইজ ও কার্যক্ষমতা সঠিক আছে কিনা দেখা।
প্রশ্নঃ ভোল্টেজ বেশি হওয়ার ট্রাবলশুটিং পদক্ষেপ গুলি লেখ।
উত্তরঃ
★ ভোল্টেজ রেগুলেটর সঠিকভাবে কাজ করে কিনা তা পরীক্ষা করতে হবে
★ লাইনে অত্যধিক ক্যাপাসিটর সংযুক্ত আছে কিনা পরীক্ষা করতে হবে।
উত্তরঃ
★ ঢিলা সংযোগ
★ বাই মেটালিক সংযোগ।
উত্তরঃ
★ গ্রাহকের লাইন বরাবর অগ্রসর হয়ে আলো মিটমিট করার উৎস স্থান খুঁজে বের করতে হবে।
★পরিবাহক কোথাও পোড়া ঢিলা আছে কিনা তা দেখার জন্য লাইন পরিদর্শন করতে হবে।
প্রশ্নঃ ব্যাংক ফিড কি?
★কারিগরি নৈতিকতার ভিত্তি তিনটিঃ
১.স্বাস্থ্য
২.নিরাপত্তা
৩.কল্যাণ ।
★শুদ্ধাচার বিআরইবি কমিটির সভাপতি চেয়ারম্যান।
★ পবিস কমিটির সভাপতি - জেনারেল ম্যানেজার সংযোগ প্রদানের বিলম্ব করা বিষয়টি শুদ্ধাচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তরায়।
★দুর্যোগ ব্যবস্থাপনা লিয়াজোঁ কমিটির সভাপতি বিআরইবি প্রধান প্রকৌশলী প প
★পবিস সভাপতি তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংশ্লিষ্ট জন)।
উত্তরঃ সত্য।
প্রশ্নঃ লাইন আউটেজ কী?
উত্তরঃ লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা কে লাইন আউটেজ বলা হয়।
প্রশ্নঃ প্রাইমারি লাইনে ভোল্টেজ কম হওয়ার কারণ কি?উত্তরঃ
★অতিরিক্ত ভোল্টেজ ড্রপ হলে
★অতিরিক্ত লোড সংযুক্ত হলে
★সোর্স ভোল্টেজ বা ইনকামিং ভোল্টেজ কম হলে
★তারের সাইজ নিম্নমানের হলে।
উত্তরঃ
★ ভোল্টেজ রেগুলেটর ফুল বুস্ট অবস্থায় থাকলে
★লাইনে অধিক ক্যাপাসিটর সংযুক্ত হলে
★ইনকামিং ভোল্টেজ বেশি হলে
★ ত্রুটিপূর্ণ যন্ত্রপাতির কারণে ।
উত্তরঃ
★প্রাইমারি ভোল্টেজ কম হওয়া
★ প্রাইমারি ভোল্টেজ বেশি হওয়া
উত্তরঃ
1. ভোল্টেজ রেগুলেটর কার্যক্ষম আছে কিনা দেখা
2. ক্যাপাসিটর এর সাইজ ও কার্য ক্ষমতা ও সঠিক আছে কিনা দেখা।
উত্তরঃ
★ কি পরিমান উৎস ভোল্টেজ হয়েছে উহা সঠিকভাবে পরিমাপ করা
★ভোল্টেজ রেগুলেটর কার্যকর আছে কিনা দেখা
নোটঃ
ফ্লাকচুয়েশনঃ সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভোল্টেজে চূড়ান্ত ওঠানামা।
উত্তরঃ সত্য।
প্রশ্নঃ ভোল্টেজ রেগুলেটর যখন স্বাভাবিক অবস্থায় পরিচালিত হয় তখন কন্ট্রোল সুইচ কোন অবস্থায় থাকে?
উত্তরঃ অটো- তে।
উত্তরঃ সিঙ্গেল ফেজ।
উত্তরঃ বডি গ্রাউন্ডিং এ।
উত্তরঃ নিউট্রাল অবস্থায়।
উত্তরঃ নিউট্রাল অবস্থানে।
উত্তরঃ পজিশন ইন্ডিকেটর ফেস প্লেট এ বহিঃসীমা হল লিমিট সুইচ।
উত্তরঃ মিথ্যা।
প্রশ্নঃ পজিশন ইন্ডিকেটরের কাটা রাইজে অবস্থান করলে মোটর ট্যাপ চেঞ্জার এর অবস্থানকে কম এর দিকে নিতে আরম্ভ করবে- সত্য /মিথ্যা।
উত্তরঃ মিথ্যা।
উত্তরঃ সত্য।
প্রশ্নঃ সেকেন্ডারি লাইনে ভোল্টেজ বেশি হওয়ার কারণ কি?
উত্তরঃ
★ ভুলবশত ট্যাপ চেঞ্জার উচ্চতর ট্যাপ এ সেট থাকলে এবং
★শর্ট সার্কিট হলে।
প্রশ্নঃ সেকেন্ডারি লাইনে ভোল্টেজ কম হওয়ার কারণ কি?
উত্তরঃ ওভারলোড এবং ভোল্টেজ ড্রপ।
উত্তরঃ রেকর্ডিং ভোল্ট মিটার।
উত্তরঃ পবিস।
উত্তরঃ ভোল্টেজ রেগুলেটর কার্যক্ষম আছে কিনা দেখা।
উত্তরঃ ভোল্টেজ রেগুলেটর এবং ক্যাপাসিটর।
উত্তরঃ
★উৎস খুঁজে বের করতে হবে
★তার আর কোথাও ছেঁড়া, পোড়া সংযোগ ঢিলা আছে কিনা
★ট্রান্সফরমারের সংযোগ বাই মেটালিক আছে কিনা।
উত্তরঃ 230 এবং 440 ভোল্ট।
প্রশ্নঃ ট্রাবলশুটিং এ প্রাপ্ত ত্রুটির জন্য কাজ করতে হলে তার পূর্বে কি করা উচিত?
উত্তরঃ অস্থায়ী গ্রাউন্ডিং।
উত্তরঃ সত্য।
উত্তরঃ সংযুক্ত সকল সার্ভিস এ বিদ্যুৎ সরবরাহ আছে কিনা।
উত্তরঃ 3.5 v.
উত্তরঃ 4.6
উত্তরঃ 211.6 (ফেজ টু গ্রাউন্ড) 366.5(ফেজ টু ফেজ).
উত্তরঃ পিক লোডের সময়।
উত্তরঃ ফুল লোড অবস্থায়।
উত্তরঃ ক্লাম্প অন অ্যামিটার।
উত্তরঃ লোড অবস্থায় এবং লোড বিহীন অবস্থায় পরিমাপকৃত ভোল্টেজ এর পার্থক্য হল ট্রান্সফরমারের ভোল্টেজ ড্রপ।
উত্তরঃ ঢিলা সংযোগ ও বাই মেটালিক সংযোগ৷
উত্তরঃ
★ক্যাপাসিটার বসাতে হবে
★লোড সেন্টার এর কাছাকাছি উপকেন্দ্র নির্মাণ করতে হবে ।
প্রশ্নঃ প্রাইমারি লাইনের ট্রাবলশুটিং এর জন্য কমপক্ষে কত জন কর্মী প্রয়োজন?
উত্তরঃ দুইজন।
উত্তরঃ তিনজন ।
উত্তরঃ সত্য ।
উত্তরঃ সত্য।
প্রশ্নঃ সিরিজ ও প্যারালাল সার্কিটে যথাক্রমে কারেন্ট ও ভোল্টেজ সমান থাকে।
প্রশ্নঃ সাব ট্রাকটিভ পোলারিটি থেকে এডীটীভ পোলারিটি লস বেশি- সত্য /মিথ্যা।
উত্তরঃ সত্য।
উত্তরঃ আমরা জানি আপাত পাওয়ার = Vx3xI
=250x3x40
=3000 VA
=30 KVA
উত্তরঃ 328 এম্পিয়ার এবং 656 এম্পিয়ার।
উত্তর: 1000÷450 = 2.22 প্রশ্ন: এনার্জি মিটার এর ফ্লাক্স তৈরি হয় --- এর মাধ্যমে।
উত্তরঃ স্টেটর এর মাধ্যমে।
উত্তরঃ 1000÷1.8 = 555
প্রশ্নঃ ভোল্টেজ কম বেশি এবং রেডিও-টিভি সংকেতে বাধা দেয়ার কারণে যে টহল দেয়া হয় তাকে সুনির্দিষ্ট টহল বলে।
প্রশ্ন ভালভ টাইপ লাইটনিং এরেষ্টার এর দাম বেশি এবং --- ও ---।
উত্তরঃ দীর্ঘস্থায়ী, নিরাপদ।
উত্তরঃ
328x 6.35x10%= 208.28 কেভিএ।
ফেজিং
প্রশ্ন: Phasing কি?উত্তর: একই phase কিনা তা নিশ্চিত বা চিহ্নিত করাই হলো phasing.
প্রশ্ন: phasing out কোন যন্ত্রের মাধ্যমে করা হয়?
উত্তরঃ phase tester
প্রশ্ন: phase tester কে voltmeter ও বলা হয়।
প্রশ্ন: পবিস বিতরণ ব্যবস্থায় কত kv phase tester আছে?
উত্তর: 15 কেভি.
প্রশ্ন: নমনীয় ক্যাবল এর দৈর্ঘ্য কত?
উত্তর: 20 feet.
প্রশ্ন: phase টেস্টারের load capacity কত?
উত্তর: 15 k v.
প্রশ্ন: যদি উভয় পাশের খেলে phase একই হয় তবে phrase tester এর কাটার অবস্থান কোথায় থাকবে?
উত্তর: 0 volt অবস্থানে।
প্রশ্ন: phase tester এর কাজ কি?
উত্তর: phasing out primary লাইনের voltage পরিমাপ করা হয়।
প্রশ্ন: লাইন ভোল্টেজ কাকে বলে?
উত্তর: phase to phase voltage কে line voltage বলে।
প্রশ্ন: ফেজ ভোল্টেজ কাকে বলে?
উত্তর: phase to neutral voltage কে phase voltage বলে।
প্রশ্ন: কোন কোন ক্ষেত্রে phasing out করা অত্যাবশ্যক?
উত্তরঃ Loop লাইন ও টাই লাইন।
প্রশ্ন: Loop লাইন কাকে বলে?
উত্তর: একটি উপকেন্দ্রের দুইটি ফিডার একত্রে মিলিত হলে তাকে Loop লাইন বলে।
প্রশ্ন: টাই লাইন কাকে বলে?
উত্তর: দুইটি উপকেন্দ্রের দুইটি ফিডার একত্রে মিলিত হলে তাকে টাই লাইন বলে।
প্রশ্ন: Loop line কেন করা হয়? উত্তর: লাইন মেরামত ও অন্যান্য কাজের সময় গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দেয়ার জন্য loop লাইন করা হয়।
প্রশ্ন: 33kv line এর phase voltage কত?
উত্তর : 19.05 kv
প্রশ্ন: phase tester দ্বারা সরাসরি 33kv line এর ভোল্ট পরিমাপ করা সম্ভব।
উত্তর: মিথ্যা।
প্রশ্ন: phase tester দ্বারা সরাসরি 33kv line এর volte মাপ তে হলে কি করতে হবে?
উত্তর: 48 kv রেজিস্টার যোগ করতে হবে।
প্রশ্ন: phase tester দ্বারা প্রধানত phasing out primary লাইনে voltage পরিমাপ করা হয়।
প্রশ্ন: পবিস এ ব্যাবহৃত phase tester দ্বারা 33 কেভি লাইনে phase out করা যাবে কি?
উত্তর: phase out করা যাবে তবে, অতিরিক্ত 48 kv register যোগ করতে হবে।
প্রশ্ন: 33 কেভি লাইনে phasing out করার সময় phase R এবং ফেজ B এর মাঝে কত ভোল্টেজ পাওয়া যাবে?
উত্তর: 33000 volt.
প্রশ্ন 3 phase সঞ্চালন ব্যবস্থার phase difference কত?
উত্তর: 120 degree.
প্রশ্ন: phase tester কি?
উত্তর: যার মাধ্যমে phasing out ও primary লাইনে voltage পরিমাপ করা হয় তাকে phase tester বলে।
No comments