ট্রাবলশুটারঃ
ট্রাবলশুটারঃ বিতরণ ব্যবস্থার কোনো সমস্যা সমাধানের জন্য মনোনীত প্রশিক্ষণপ্রাপ্ত লাইনম্যানকে ট্রাবলশুটার বলে।
প্রশ্নঃ প্রাইমারি লাইনে ভোল্টেজ কম হওয়ার কারণ? প্রশ্নঃ প্রাইমারি লাইনের ভোল্টেজ বেশি হওয়ার কারন? প্রশ্নঃ লাইন আউটেজ কাকে বলে?উত্তরঃ লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকাকে লাইন আউটেজ বলা হয়।
প্রশ্নঃ প্রাইমারি লাইনে সম্ভাব্য ট্রাবল কয় ধরনের?উত্তরঃ দুই ধরনের- ★ ভোল্টেজ কম হওয়া ★ ভোল্টেজ বেশি হওয়া।
প্রশ্নঃ ভোল্টেজ কম হওয়ার ট্রাবলশুটিং পদক্ষেপ গুলো লিখ।উত্তরঃ ১। ভোল্টেজ রেগুলেটর কার্যক্ষম আছে কিনা দেখা ২। ক্যাপাসিটর এর সাইজ ও কার্যক্ষমতা সঠিক আছে কিনা দেখা। প্রশ্নঃ ভোল্টেজ বেশি হওয়ার ট্রাবলশুটিং পদক্ষেপ গুলি লেখ।
উত্তরঃ ★ ভোল্টেজ রেগুলেটর সঠিকভাবে কাজ করে কিনা তা পরীক্ষা করতে হবে ★ লাইনে অত্যধিক ক্যাপাসিটর সংযুক্ত আছে কিনা পরীক্ষা করতে হবে।
প্রশ্নঃ আলো মিটমিট করে জলার কারণ কি ?উত্তরঃ ★ ঢিলা সংযোগ ★ বাই মেটালিক সংযোগ।
প্রশ্নঃ আলো মিটমিট করার ট্রাবলশুটিং পদক্ষেপ লিখু।উত্তরঃ ★ গ্রাহকের লাইন বরাবর অগ্রসর হয়ে আলো মিটমিট করার উৎস স্থান খুঁজে বের করতে হবে। ★পরিবাহক কোথাও পোড়া ঢিলা আছে কিনা তা দেখার জন্য লাইন পরিদর্শন করতে হবে।
প্রশ্নঃ ফ্লাকচুয়েশন কি? প্রশ্নঃ ব্যাংক ফিড কি?★কারিগরি নৈতিকতার ভিত্তি তিনটিঃ ১.স্বাস্থ্য ২.নিরাপত্তা ৩.কল্যাণ ।
★শুদ্ধাচার বিআরইবি কমিটির সভাপতি চেয়ারম্যান।
★ পবিস কমিটির সভাপতি - জেনারেল ম্যানেজার সংযোগ প্রদানের বিলম্ব করা বিষয়টি শুদ্ধাচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তরায়।
★দুর্যোগ ব্যবস্থাপনা লিয়াজোঁ কমিটির সভাপতি বিআরইবি প্রধান প্রকৌশলী প প★পবিস সভাপতি তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংশ্লিষ্ট জন)।
প্রশ্নঃ বিতরণ ব্যবস্থায় কোন সমস্যা সমাধানের জন্য মনোনীত প্রশিক্ষণপ্রাপ্ত লাইনম্যানকে ট্রাবলশুটার বলা হয়।-- সত্য/মিথ্যা।উত্তরঃ সত্য। প্রশ্নঃ লাইন আউটেজ কী?
উত্তরঃ লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা কে লাইন আউটেজ বলা হয়।
প্রশ্নঃ প্রাইমারি লাইনে ভোল্টেজ কম হওয়ার কারণ কি?উত্তরঃ ★অতিরিক্ত ভোল্টেজ ড্রপ হলে ★অতিরিক্ত লোড সংযুক্ত হলে ★সোর্স ভোল্টেজ বা ইনকামিং ভোল্টেজ কম হলে ★তারের সাইজ নিম্নমানের হলে।
প্রশ্নঃ প্রাইমারি লাইনে ভোল্টেজ বেশি হওয়ার কারণ কি?উত্তরঃ ★ ভোল্টেজ রেগুলেটর ফুল বুস্ট অবস্থায় থাকলে ★লাইনে অধিক ক্যাপাসিটর সংযুক্ত হলে ★ইনকামিং ভোল্টেজ বেশি হলে ★ ত্রুটিপূর্ণ যন্ত্রপাতির কারণে ।
প্রশ্নঃ প্রাইমারি লাইন এর সম্ভাব্য ট্রাবল গুলি কি কি?উত্তরঃ ★প্রাইমারি ভোল্টেজ কম হওয়া ★ প্রাইমারি ভোল্টেজ বেশি হওয়া
প্রশ্ন প্রাইমারি লাইনে ভোল্টেজ কম হওয়ার ট্রাবলশুটিং এর দুইটি পদক্ষেপ লিখুনঃউত্তরঃ 1. ভোল্টেজ রেগুলেটর কার্যক্ষম আছে কিনা দেখা 2. ক্যাপাসিটর এর সাইজ ও কার্য ক্ষমতা ও সঠিক আছে কিনা দেখা।
প্রশ্ন: প্রাইমারি লাইনে ভোল্টেজ বেশি হওয়ার ট্রাবলশুটিং এর দুইটি পদক্ষেপ লিখুন।উত্তরঃ ★ কি পরিমান উৎস ভোল্টেজ হয়েছে উহা সঠিকভাবে পরিমাপ করা ★ভোল্টেজ রেগুলেটর কার্যকর আছে কিনা দেখা
নোটঃ ফ্লাকচুয়েশনঃ সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভোল্টেজে চূড়ান্ত ওঠানামা।
ব্যাক ফিডঃ সেকেন্ডারি লাইন হতে ট্রান্সফরমারের ভেতর দিয়ে প্রাইমারি সাইডে ভোল্টেজ জোগান দেওয়া। প্রশ্নঃ ক্যাপাসিটর প্রান্তে প্রকৃত' প্রয়োগকৃত ভোল্টেজের চেয়ে উহার ভেতর দিয়ে প্রবাহিত কারেন্ট ৯০ ডিগ্রী অগ্রগামী- সত্য/মিথ্যা।উত্তরঃ সত্য।
প্রশ্ন সোর্স থেকে 6350 ভোল্ট গ্রহণ করে --- লোড থেকে ৬৩৫০ ভোল্ট সাপ্লাই দেয়---। প্রশ্নঃ ভোল্টেজ রেগুলেটর যখন স্বাভাবিক অবস্থায় পরিচালিত হয় তখন কন্ট্রোল সুইচ কোন অবস্থায় থাকে?উত্তরঃ অটো- তে।
প্রশ্নঃ পবিস বিতরণ ব্যবস্থায় 6.35 কে ভি তে পরিচালিত ভোল্টেজ রেগুলেটর গুলি সিঙ্গেল ফেজ/ থ্রি ফেজ।উত্তরঃ সিঙ্গেল ফেজ।
প্রশ্ন ভোল্টেজ রেগুলেটর প্রথম সংযোগ দেওয়া হয় কোথায়?উত্তরঃ বডি গ্রাউন্ডিং এ।
প্রশ্নঃ পবিস বিতরণ ব্যবস্থায় ব্যবহৃত ভোল্টেজ রেগুলেটর এর কোন অবস্থায় ইনপুট ও আউটপুট ভোল্টেজ সমান থাকে?উত্তরঃ নিউট্রাল অবস্থায়।
প্রশ্নঃ ড্রাগ হ্যান্ড রিসেট করার সময় ভোল্টেজ রেগুলেটর এর পজিশন ইন্ডিকেটরের মেইন হ্যান্ড কাটা কোন অবস্থানে থাকবে?উত্তরঃ নিউট্রাল অবস্থানে।
প্রশ্নঃ লিমিট সুইচ বলিতে কি বুঝ?উত্তরঃ পজিশন ইন্ডিকেটর ফেস প্লেট এ বহিঃসীমা হল লিমিট সুইচ।
প্রশ্নঃ ব্যান্ডউইথ 3 এ সেট করা হলে গ্রাহক প্রান্ত এল টি ভোল্টেজ কম বা বেশি হলে ট্যাপ চেঞ্জার এর মোটর চালু হয়ে যাবে- সত্য /মিথ্যা।উত্তরঃ মিথ্যা। প্রশ্নঃ পজিশন ইন্ডিকেটরের কাটা রাইজে অবস্থান করলে মোটর ট্যাপ চেঞ্জার এর অবস্থানকে কম এর দিকে নিতে আরম্ভ করবে- সত্য /মিথ্যা।
উত্তরঃ মিথ্যা।
প্রশ্নঃ বুষ্ট অবস্থায় ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজ এর চেয়ে বেশি - সত্য/মিথ্যা।উত্তরঃ সত্য।
প্রশ্নঃ সেকেন্ডারি লাইনে ভোল্টেজ বেশি হওয়ার কারণ কি?উত্তরঃ ★ ভুলবশত ট্যাপ চেঞ্জার উচ্চতর ট্যাপ এ সেট থাকলে এবং ★শর্ট সার্কিট হলে। প্রশ্নঃ সেকেন্ডারি লাইনে ভোল্টেজ কম হওয়ার কারণ কি?
উত্তরঃ ওভারলোড এবং ভোল্টেজ ড্রপ।
প্রশ্নঃ প্রাইমারি ভোল্টেজ কম হওয়ার ক্ষেত্রে প্রাথমিক অনুসন্ধানে ত্রুটি খুজে না পেলে সাধারনত আরো অনুসন্ধান চালাতে --- ব্যবহার করা হয়।উত্তরঃ রেকর্ডিং ভোল্ট মিটার।
প্রশ্নঃ সকল ব্যক্তিগত নিরাপত্তা মূলক ইকুইপমেন্ট ব্যবহার করতে হয়---প্রাইমারি লাইনের ট্রাবলশুটিং কাজের সময়।উত্তরঃ পবিস।
প্রশ্নঃ প্রাইমারি ভোল্টেজ কমে যাওয়া ট্রাবলশুটিং পদক্ষেপের মাঝে একটি হলো----।উত্তরঃ ভোল্টেজ রেগুলেটর কার্যক্ষম আছে কিনা দেখা।
প্রশ্নঃ প্রাইমারি লাইনে ভোল্টেজ এর পরিমাণ কমে গেলে কোন ধরনের যন্ত্রপাতি স্থাপন করতে হয়?উত্তরঃ ভোল্টেজ রেগুলেটর এবং ক্যাপাসিটর।
প্রশ্নঃ প্রাইমারি লাইনে আলো মিটমিট করে জ্বলে তার প্রতিকারের পদক্ষেপ লিখুন।উত্তরঃ ★উৎস খুঁজে বের করতে হবে ★তার আর কোথাও ছেঁড়া, পোড়া সংযোগ ঢিলা আছে কিনা ★ট্রান্সফরমারের সংযোগ বাই মেটালিক আছে কিনা।
প্রশ্নঃ অধিকাংশ ক্ষেত্রে সেকেন্ডারি ভোল্টেজ ধরা হয় কত?উত্তরঃ 230 এবং 440 ভোল্ট।
প্রশ্নঃ সেকেন্ডারি লাইনের ট্রাবলশুটিং এর সময় সর্বপ্রথম কি দেখা উচিত? প্রশ্নঃ ট্রাবলশুটিং এ প্রাপ্ত ত্রুটির জন্য কাজ করতে হলে তার পূর্বে কি করা উচিত?উত্তরঃ অস্থায়ী গ্রাউন্ডিং।
প্রশ্নঃ ফিউজ গলে না গেলে ট্রান্সফরমারটি সম্ভবত ভালো- সত্য/ মিথ্যা।উত্তরঃ সত্য।
প্রশ্নঃ সকল ক্ষেত্রে সমস্যা সংশোধন ও প্রয়োজনীয় কাজ করার সমাপান্তে কি নিশ্চিত হতে হবে।উত্তরঃ সংযুক্ত সকল সার্ভিস এ বিদ্যুৎ সরবরাহ আছে কিনা।
প্রশ্নঃ ট্রান্সফরমারের সর্বোচ্চ ভোল্টেজ ড্রপ কত?উত্তরঃ 3.5 v.
প্রশ্নঃ সার্ভিস লাইন এর জন্য সর্বোচ্চ ভোল্টেজ ড্রপ কত?উত্তরঃ 4.6
প্রশ্নঃ গ্রাহক প্রান্তে সর্বনিম্ন গ্রহণযোগ্য ভোল্টেজ কত?উত্তরঃ 211.6 (ফেজ টু গ্রাউন্ড) 366.5(ফেজ টু ফেজ).
প্রশ্নঃ ওভার লোডের সময় কাল কখন ধরতে হয়?উত্তরঃ পিক লোডের সময়।
প্রশ্নঃ সার্ভিস লাইনে ভোল্টেজ কমে গেছে কিনা তা লোডের কোন অবস্থায় পরীক্ষা করা উচিত?উত্তরঃ ফুল লোড অবস্থায়।
প্রশ্নঃ কোন মিটারের সাহায্যে ফুল লোড কারেন্ট মাপা যায়।উত্তরঃ ক্লাম্প অন অ্যামিটার।
প্রশ্নঃ ট্রান্সফরমারের ভোল্টেজ ড্রপ কি?উত্তরঃ লোড অবস্থায় এবং লোড বিহীন অবস্থায় পরিমাপকৃত ভোল্টেজ এর পার্থক্য হল ট্রান্সফরমারের ভোল্টেজ ড্রপ।
প্রশ্নঃ অধিকাংশ ক্ষেত্রে আলো মিটমিট করে জলার কারন কি?
উত্তরঃ ঢিলা সংযোগ ও বাই মেটালিক সংযোগ৷
প্রশ্নঃ কম ভোল্টেজ এর সমস্যা সমাধানের জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে?উত্তরঃ
★লাইনে ভোল্টেজ রেগুলেটর কি স্থাপন করতে হবে, ★ক্যাপাসিটার বসাতে হবে ★লোড সেন্টার এর কাছাকাছি উপকেন্দ্র নির্মাণ করতে হবে । প্রশ্নঃ প্রাইমারি লাইনের ট্রাবলশুটিং এর জন্য কমপক্ষে কত জন কর্মী প্রয়োজন?উত্তরঃ দুইজন।
প্রশ্নঃ ট্রাবলশুটিং এর সময় সাধারনত কত জন কর্মীর প্রয়োজন।উত্তরঃ তিনজন ।
প্রশ্নঃ যেকোনো ভাবে সৃষ্ট সমস্যা ট্রান্সফরমারের এলাকায় কেন্দ্রীভূত হয়।উত্তরঃ সত্য ।
প্রশ্নঃ ট্রাবলশুটিং ট্রান্সফরমারটি ভাল না খারাপ তা প্রমাণ করতে হলে সেকেন্ডারি ফেজ তার খোলার প্রয়োজন হতে পারে- সত্য/ মিথ্যা।উত্তরঃ সত্য।
প্রশ্নঃ ট্রাবলশুটিং প্রান্তে অস্থায়ী ত্রুটি নিরসনে প্রথমে অস্থায়ী গ্রাউন্ডিং করতে হয়। প্রশ্নঃ সিরিজ ও প্যারালাল সার্কিটে যথাক্রমে কারেন্ট ও ভোল্টেজ সমান থাকে। প্রশ্নঃ সাব ট্রাকটিভ পোলারিটি থেকে এডীটীভ পোলারিটি লস বেশি- সত্য /মিথ্যা।উত্তরঃ সত্য।
প্রশ্নঃ একটি তিন ফেজ রাইস মিলে ফেজ টু গ্রাউন্ড ভোল্টেজ 250 ভোল্ট এবং প্রতি ফেজে কারেন্ট 40 এম্পিয়ার হলে আপাত পাওয়ার কত?উত্তরঃ আমরা জানি আপাত পাওয়ার = Vx3xI =250x3x40 =3000 VA =30 KVA
প্রশ্নঃ 5 মেগাওয়াট ও 10 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন উপকেন্দ্রে ব্যবহৃত ভোল্টেজ রেগুলেটর এর সাইজ হচ্ছে যথাক্রমে---এবং- --- এম্পিয়ার।উত্তরঃ 328 এম্পিয়ার এবং 656 এম্পিয়ার।
প্রশ্নঃ একটি মিটারে 450 পাক ঘুরলে যদি 1 ইউনিট বিদ্যুৎ খরচ হয় তাহলে ওই মিটারের kh কত? উত্তর: 1000÷450 = 2.22 প্রশ্ন: এনার্জি মিটার এর ফ্লাক্স তৈরি হয় --- এর মাধ্যমে।উত্তরঃ স্টেটর এর মাধ্যমে।
প্রশ্নঃ একটি মিটারের কে এইচ 1.8 হলে প্রতি ইউনিট এ ঘূর্ণন সংখ্যা কত?উত্তরঃ 1000÷1.8 = 555
প্রশ্নঃ অসুস্থ লাইনম্যানকে পোল হইতে নামানোর জন্য বোলাইন অন এ বাইট নট ব্যবহার করা হয়। প্রশ্নঃ পোল টানার জন্য টিম্বার হিস এন্ড হাফ হিস এবং গাছের ডাল নামানোর জন্য রানিং বোলাইন ব্যবহার করা হয়। প্রশ্নঃ ভোল্টেজ কম বেশি এবং রেডিও-টিভি সংকেতে বাধা দেয়ার কারণে যে টহল দেয়া হয় তাকে সুনির্দিষ্ট টহল বলে। প্রশ্ন ভালভ টাইপ লাইটনিং এরেষ্টার এর দাম বেশি এবং --- ও ---।উত্তরঃ দীর্ঘস্থায়ী, নিরাপদ।
প্রশ্নঃ 328 এম্পিয়ার ভোল্টেজ রেগুলেটর এর কেভি রেটিং কত?উত্তরঃ 328x 6.35x10%= 208.28 কেভিএ।