MAKE MONEY

TRANSFORMAR


ট্রান্সফরমার :

Transformar : একটি স্থির যন্ত্র যা কোন সংযোগ ছাড়া এসি Circuit এ Power ও Frequency ঠিক রেখে এক বর্তনী থেকে অন্য বর্তনীতে পাওয়ার স্থানান্তর করে তাকে Transformar বলে।

  02.পোলারিটি কি?


ANS: ট্রান্সফরমার এর প্রাইমারী কয়েল ও সেকেন্ডারি কয়েলের মধ্যে কারেন্ট প্রবাহের অভিমুখ নির্ণয় করাকে পোলারিটি বলে।

 03.পোলারিটি কত প্রকার ও কি কি?

উত্তর: পোলারিটি দুই প্রকার যথা:

♦এ্যাডিটিভ পোলারিটি: সাপ্লাই ভোল্টেজের চেয়ে মেজারিং ভোল্টেজ বেশি হলে তাকে এ্যাডিটিভ পোলারিটি বলে।
 ♦সাবট্রাকটিভ পোলারিটি: সাপ্লাই ভোল্টেজের চেয়ে মেজারিং ভোল্টেজ কম হলে তাকে সাবট্রাকটিভ পোলরিটি বলে।
 04.Transformar এর ট্রান্সমিশন রেশিও সূত্র লিখ?
Ans:VP/VS=NP/NS=IS/IP=K 

 05.Transformar এর সাইজ বাড়লে সাধারণত H.T কয়েলের তারের গেজ কমে/ বাড়ে।

উত্তর : কমে। 06.একটি ১০ কেভিএ ও ১৫ কেভিএ সাইজের ট্রান্সফরমার এর H.T কয়েলের তারের গেজ কত হবে?

উত্তর :২০ গেজ ও ১৮ গেজ। 07.বিতরন ট্রান্সফরমার কত ডিগ্রি কোণে স্থাপন করতে হয়?
উত্তর :৪৫ ডিগ্রি। 08.ট্রান্সফরমার এর লস টেস্ট কত প্রকার ও কি কি?

উত্তর:২ প্রকারঃ ♦নো লোড টেষ্ট ♦লোড টেষ্ট 09.ট্রান্সফরমার এর রুটিন টেষ্ট কয়টি ও কি কি?

উত্তর : ৬ টি যথা:
♣ কন্টিনিউটি টেষ্ট
♣ ইন্সুলেশন
♣পোলারিটি ♣রেসিও
♣নো-লোড লস
♣লোড লস

 10. ৩ ফেজ ট্রান্সফরমার এর পোলারিটি একই হওয়া উচিত। উত্তর : সত্য। 

11.কি কি কারনে ট্রান্সফরমার পুড়ে যায়?

উত্তর : ♠
ওভার লোড
♠ সর্ট সার্কিট
♠বজ্রপাত
 ♠ইকুইপমেন্ট গ্রাউন্ডিং এর রেজিস্ট্যান্স মান কমে গেলে।


 12. ওহমের সূত্রানুযায়ী current পরিবাহকের দুই প্রান্তের বৈদ্যুতিক চাপের বৈষম্যের সহিত সমানুপাতিক ও উল্টানুপাতিক।

 প্রশ্ন: 3 Phase জেনারেটরের তিনটি কয়েলের phase পার্থক্য কত?
উত্তর: 120 degree.

 13. 2 phase জেনারেটরের দুইটি কয়েলের phase পার্থক্য কত?

উত্তর: 90 degree.

 14. Transformer এর primary কুন্ডলী কি?

উত্তর: যে kundali দারা প্রাইমারি ভোল্টেজ প্রয়োগ করা হয়।

 15. সকল current protective device সংযোগ সিরিজ।


★সকল voltage protective device সংযোগ parallel

 16. প্রাইমারি লাইনের phase voltage কত?

উত্তর: 6350 ভোল্ট।

 17. Primary লাইনের লাইন ভোল্টেজ কত?
উত্তর: 11000 ভোল্ট। 18. সর্বোচ্চ ও সর্বনিম্ন frequency কত?
উত্তর: 51.5 hz এবং 48.5 hz. 19. অব্যবহৃত অবস্থায় Power transformer Bushing কার সাথে সংযুক্ত থাকে?
উত্তর: ওপেন থাকে।
★ওহমের সূত্রানুযায়ী current রেজিস্ট্যান্সের সহিত উল্টানুপাতিক ও ব্যস্তানুপাতিক।★

20. প্রশ্ন ট্রান্সফরমারের দক্ষতা কাকে বলে?

উত্তর: ট্রান্সফরমারের ব্যবহৃত output power ও ইনপুট পাওয়ারের অনুপাতকে ট্রান্সফরমারের দক্ষতা বলে।
 21. প্রশ্নঃ ট্রান্সফরমারের রেশিও কাকে বলে?

উত্তরঃ ট্রান্সফরমারের প্রাইমারি Rated voltage ও সেকেন্ডারি Rated ভোল্টেজের অনুপাতকে Transformer Ratio বলে।

 22.বিতরন Transformer Additive polarity এবং Power Transformer Subtractive Polarity বিশিষ্ট।

23.প্রশ্ন: ট্রান্সফরমারের size বাড়লে সাধারনত ht কয়েলের তারের গেজ কমে/ বাড়ে।

উত্তর: কমে। 24.প্রশ্নঃ একটি 10kva ও15kva সাইজের ট্রান্সফরমারের Ht কয়েলের তারের গেজ কত হবে?
উত্তরঃ 10 kva = 20 গেজ এবং 15 kva = 18 গেজ।


 25. ট্রান্সফরমারের এইচ টি কয়েলের কয়েকটি পাক পুড়ে গিয়ে L&t বুশিং এর সাথে শর্ট হয়ে গেলে মেগার রেজাল্ট কত হবে?
উত্তরঃ 0 ওহম।

 26. প্রশ্ন একটি প্রচলিত এক ফেজ পাওয়ার ট্রান্সফরমারের ফ্যান ব্যতীত 3.33 এমভিএ জোগান দিতে পারলে ফ্যান যোগ করার পর উহা --- এমভিএ যোগান দিতে পারে?
উত্তরঃ ৪.১৬৬।

 27. প্রশ্ন একটি ট্রান্সফর্মারের সেকেন্ডারী সাইড সামনে রাখলে বামদিকে --- বুশিং থাকে ডান দিকে --- বুশিং থাকে।

উত্তরঃ x2 এবং x1. 28. প্রশ্নঃ একটি ট্রান্সফরমারের শ্বাস-প্রশ্বাসের সময় বাষ্প ঢুকলে--- এবং --- কমে যায়।
উত্তর: ★ ড্রাই ইলেকট্রিক ক্ষমতা ★ইন্সুলেশন ক্ষমতা।

 29. প্রশ্ন একটি পাওয়ার ট্রান্সফরমারের এইচ টি এবং এলটি কয়েলের কিছু পাক পুড়ে শর্ট হয়ে আছে। H1-H2 বডির মেগার রেজাল্ট কত হবে?
উত্তরঃ 1000 মেগা ওহম।
 30.প্রশ্ন অ্যাডিটিভ পোলারিটি বিশিষ্ট ট্রান্সফরমারের তুলনায় সাব ট্রাকটিভ পোলারিটি বিশিষ্ট ট্রান্সফরমারের লস কম/ বেশি।
উত্তরঃ কম।
 31. প্রশ্ন সকল বিতরণ ট্রান্সফরমারের জন্য ফিউজ সাইজ উহার পূর্ণ লোডের কত গুণ? উত্তরঃ 1.25 গুন।
 32.প্রশ্নঃ ট্রান্সফরমারের অ্যাক্টিভ পার্ট কি কি?
উত্তরঃ কোর এবং কয়েল।

 33. প্রশ্ন বিতরণ ট্রান্সফর্মার ধারা উচ্চ এসি ভোল্ট কে নিম্ন এসি ভোল্টেজ এ পরিণত করা যায়।
উত্তরঃ সত্য।
 34. বিতরণ ট্রান্সফর্মার দ্বারা ভোল্টেজ স্টেপ ডাউন এবং কারেন্ট স্টেপ আপ করা হয়।
35. বিতরণ ট্রান্সফরমারের কয়টি অংশ ও কি কি?
উত্তরঃ পাঁচটি অংশ যথাঃ
★ট্রান্সফর্মার ট্যাংক
 ★কোয়েল এইচ টি এবং এলটি
 ★কোর
 ★বুশিং এইচ টি এবং এলটি
★ তেল
 36. প্রশ্ন বিতরণ ট্রান্সফরমারের তেলের কাজ কি?

উত্তর: ইন্সুলেশন হিসেবে কাজ করা এবং কুলিং মিডিয়া হিসেবে কাজ করা।
 37. ইন্সুলেশন টেস্ট এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
উত্তরঃ H1- X1 = 1000 মেগা ওহম H2-X2 = 1000 মেগা ওহম X1- বডি = 1000 মেগা ওহম।
উত্তরঃ তিনটি সঠিক।
 38. প্রশ্নঃ ট্রান্সফরমারের এক সার্কিট থেকে অন্য সার্কিটে কি টান্সফার করা হয়ে থাকে?
উত্তরঃ পাওয়ার।
 39. প্রশ্নঃ একটি ট্রান্সফরমারের এইচ টি সাইডে 6350 ভোল্টের সংযোগ আছে কিন্তু লোড সাইডে সংযোগ নাই তাহলে ট্রান্সফর্মারটি তে কোন ধরনের লস হবে?
উত্তরঃ নো লোড লস।

 40.প্রশ্নঃ ট্রান্সফরমারের ফুল লোড লস টেস্টের সময় কোন সাইডে শর্ট করাতে হয়?
উত্তরঃ এলটি সাইডে।
 41. প্রশ্নঃ একটি বিতরণ ট্রান্সফরমারের এইচটি তে 6350 ভোল্ট সাপ্লাই দিলে এবং লোড থাকা অবস্থায় ট্রান্সফরমারের কোন ধরনের লস হবে?
উত্তরঃ নো লোড লস এবং লোড লস উভয়ই। 
42. প্রশ্নঃ ফুল লোড লস টেস্টে H1 এবং X2 শর্ট করতে হয়।
উত্তরঃ মিথ্যা।

নষ্ট transformer মেরামত ও ব্যয় নিরূপণ:

প্রশ্নঃ বিতরণ transformer খারাপ বা নষ্ট হওয়ার কারন কি?
উত্তরঃ ১. শর্ট সার্কিট 2. Overload 3. Insulation নষ্ট।
★Transformer সাধারনত বাহ্যিক ও আভ্যন্তরীণ দুইভাবে নষ্ট হতে পারে।
প্রশ্নঃ ট্রান্সফরমারের ভিতর পানি বা জলীয়বাষ্প প্রবেশের সম্ভাব্য স্থান সমূহ কি কি?
উত্তরঃ নিম্নলিখিত স্থানসমূহের মধ্য দিয়ে ট্রান্সফরমারের ভেতর পানি বা জলীয় বাষ্প প্রবেশ করে।
  1. Ht Bushing cap ২. Ht বুশিং এর গোড়া 3. এলটি Bushing এর গোড়া 4. Tank cover.
 প্রশ্নঃ একটি ট্রান্সফরমারের মেরামত ব্যয় নতুন ট্রান্সফরমারের মূল্যের কত শতাংশের মধ্যে থাকলে তা মেরামত করা যাবে?
উত্তরঃ 70% এর মধ্যে থাকলে। প্রশ্নঃ Transformer মেরামত যোগ্যতা কখন হারাবে?
উত্তরঃ নতুন ট্রান্সফরমারের মূল্যের 70% বেশি হলে।
 প্রশ্নঃ transformer স্থাপনের ইউনিট সমূহ বর্ণনা কর।
উত্তরঃ G-105 = single phase running line G-106 = single phase deadline G-136 = থ্রি ফেজ running line G-312 থ্রি ফেজ transformer ব্যাংক।

 প্রশ্নঃ ট্রান্সফরমারের তেলের নাম কি?
উত্তরঃ Squirrel মিনারেল অয়েল।
 প্রশ্নঃ ট্রান্সফরমারের রেশিও কয়টি বিষয়ের উপর নির্ভর করে?
উত্তরঃ তিনটি বিষয়ের উপর যথাঃ
1. পাক সংখ্যা 2.Supply voltage 3.Current
 প্রশ্ন: পাওয়ার ট্রান্সফরমারের সাথে কুলিং ফ্যান যোগ করলে শতকরা কত বেশি লোড নিতে পারবে?
উত্তরঃ 25%


প্রশ্নঃ উপকেন্দ্রের মাসিক তথ্য সিট কত নম্বর ফরম লেখা হয়?
উত্তরঃ 573
 প্রশ্নঃ উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ ও পরিদর্শন পবিবোর কোন ফর্ম এ লেখা হয়?
উত্তরঃ 455
 প্রশ্নঃ 455 নম্বর ফর্ম পূরণ করার পর কোন কর্মকর্তাকে অনুলিপি প্রদান করা হয়?
উত্তরঃ পরিচালক সিস্টেম অপারেশন এবং ও এন্ড এম ।
 প্রশ্ন: বার্ষিক বা বিশেষ পরিদর্শন ফরম পূরণ করতে ব্যবহার করা হয়-
উত্তরঃ ব্লক লেটার ।
 প্রশ্নঃ উপকেন্দ্রের লেআউট ফরম নম্বর কত?
উত্তরঃ 750
 প্রশ্নঃ পাওয়ার ট্রান্সফরমারের রেফারেন্স ট্যাপ নম্বর কত?
উত্তরঃ 3 নং
 প্রশ্নঃ উপকেন্দ্রের কাজ কি?
উত্তরঃ ভোল্টেজ লেভেল পরিবর্তন করা। প্রশ্নঃ পাওয়ার ট্রান্সফরমারের প্রতি স্টেপে ভোল্টেজ পার্থক্য কত?
উত্তরঃ 825 ভোল্ট।
 প্রশ্নঃ উপকেন্দ্রের 33kv সাইডে ডেল্টা এবং 11kv সাইডে ওয়াই বা স্টার সংযোগ থাকে। প্রশ্নঃ পবিস উপকেন্দ্র এর রক্ষণাবেক্ষণ নির্দেশিকা কত?
উত্তরঃ 100-29
 প্রশ্নঃ পবিস উপকেন্দ্র নির্মাণ এর জন্য কতটুকু জমির প্রয়োজন?
উত্তরঃ উঁচু জমি হলে 23 শতাংশ নিচু হলে 33 শতাংশ।

No comments

Powered by Blogger.