MAKE MONEY

VOLTAGE REGULATOR


ভোল্টেজ রেগুলেটরঃ-
প্রশ্ন: ভোল্টেজ রেগুলেটর কি?
উত্তরঃ voltage regulator একটি step type Auto transformer.
প্রশ্ন: ভোল্টেজ রেগুলেটর এর Coil কয়টি ও কি কি?
উত্তরঃ ভোল্টেজ রেগুলেটর এর কয়েল পাঁচটি। 1. শান্ট কয়েল 2. সিরিজ কয়েল 3. রিয়েক্টর কয়েল 4. সিটি কয়েল 5. পিটি কয়েল
প্রশ্ন: ভোল্টেজ রেগুলেটর এর Reactor কয়েল এর কাজ কি?
উত্তরঃ Load current ও transient current কে মিনিমাইজ করা।
প্রশ্ন: ভোল্টেজ রেগুলেটর এর মোটর ---- ভোল্টে চালিত। উহার ক্ষমতা--- hp.
উত্তরঃ 120 ভোল্ট; 0.5 hp
প্রশ্ন: মটর 120 ভোল্ট কোথা হতে পায়?
উত্তর: পিটি কয়েল।
প্রশ্ন: ভোল্টেজ রেগুলেটর এর Reversing switch দ্বারা কোনটির পোলারিটি পরিবর্তন করা হয়?
উত্তরঃ সিরিজ কয়েল এর পোলারিটি।
প্রশ্ন: Voltage level কাকে বলে?
উত্তর: ব্যান্ডউইথ কেন্দ্রে যে voltage থাকে তাকে set voltage বা voltage level বলে।
প্রশ্ন: ভোল্টেজ রেগুলেটর এর পোলারিটি পরিবর্তন করা হয় কোন কয়েল দ্বারা?
উত্তরঃ সিরিজ কয়েল।
প্রশ্ন: Voltage regulator boost অবস্থায় tap position ---এবং back অবস্থায় tap পজিশন ---- থাকে।
উত্তরঃ Raise এ, lower এ।
01.What's the value of frequency?
Ans:50 hz (maxi.51.5 min.48.5)
02.phase to phase RMS voltage phase to ground RMS voltage এর কত গুণ ?
উত্তর:১.৭৩ গুণ।
03. RMS মান কাকে বলে? RMS অর্থ কি?
উত্তর: ভোল্টেজ,কারেন্ট বা পাওয়ারের গড় মানকে RMS মান বলে। RMS means: Root Means Square.
04.R.M.S মান সর্ব্বোচ্চ মানের কত গুণ?
উত্তর:০.৭০৭ গুণ।
05. একটি উপকেন্দ্র এর পিক লোডের সময় ইনকামিং ভোল্টেজ ৩৬ kv হলে,উহার RMS ভোল্টেজ কত?
Ans:RMS Voltage=0.707x36 KV= 25.45 KV.
06.What is voltage drop?
Ans: কারেন্টও লাইন ইম্পিডেন্সের গুণফলকে voltage drop বলে। 07.প্রাইমারী লাইনের ভোল্টেজ ড্রপ কত?
উত্তর: 6.9 Volt.
08.Secondary লাইনের ভোল্টেজ ড্রপ কত?
Ans:9.2 ভোল্ট.
09.ওহমের গাণিতিক সূত্র কি?
Ans: V=IR.
10.পবিস সিস্টেমে বিতরন লাইনের প্রাইমারী ফেজ টু গ্রাউন্ড Voltage- 11KV/6.35 KV/240 KV.
Ans:6.35 KV.
11.What is Impedance ?
Ans: Impedance is the obstacle of AC current.
12. Voltage regulator ব্যবহৃত Lightning arrester---- ও----bushing এর মাঝে সংযুক্ত থাকে। উহার Rating--- থেকে----.
উত্তরঃ Source, Load; 1.5 kv, 3kv.
প্রশ্ন: একটি 10 এম ভি এ উপকেন্দ্রে ব্যবহৃত Voltage Regulator কত এম্পিয়ার এর হবে?
উত্তরঃ 656 অ্যাম্পিয়ার।
13. প্রশ্ন: ভোল্টেজ রেগুলেটর এর tap position পরিবর্তনের সময় ব্যান্ডউইথ বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন না ঘটানোর জন্য ----finger---- finger ব্যবহার করা হয়।

উত্তরঃ Leading, Trailing.
14. প্রশ্ন: কন্ট্রোল সুইচ এর কাজ কি?
উত্তরঃ voltage regulator বন্ধ বা চালু করা এবং manually tap changer পরিচালনা করতে কন্ট্রোল সুইজ কাজে লাগে।
15. প্রশ্ন: টাইম ডিলে কাকে বলে?
উত্তরঃ ব্যান্ডউইথ রেঞ্জের বাইরে control এক অপারেশন থেকে অন্য অপারেশনে যেতে যে সময় লাগে তাকে time delay বলে।
16. প্রশ্ন: ভোল্টেজ রেগুলেটর এর tap changer এর কাটা 10 R এ সেট করা হলে শতকরা কত ভোল্টেজ রেগুলেশন হবে?
উত্তরঃ10x5÷8 = 50÷ 8 = 6.25%

17. প্রশ্ন:Sunt Coil এবং series কোয়েলের অনুপাত কত?
উত্তরঃ 10:1
18. Control নবের কয়টি অংশ ও কি কি? উত্তরঃ চারটি অংশ:
1 Set Voltage বা Voltage level 2 ব্যান্ডউইথ 3 টাইম ডিলে এবং 4 লাইন Drop compensation reactance and resistance
19. প্রশ্ন: ভোল্টেজ রেগুলেটর এর ব্যান্ডউইথ 3 এ থাকলে এবং সেট voltage 120 হলে ও উহার সর্বোচ্চ ও সর্বনিম্ন ভোল্টেজ কত হবে?
উত্তরঃ সর্বোচ্চ 120 + 1.5 = 121.5 volt সর্বনিম্ন 120 - 1.5 = 118.5
20. প্রশ্ন: Voltage Regulator a বিদ্যুতায়িত অবস্থায় কাজ করা যাবে। সত্য/ মিথ্যা। উত্তরঃ মিথ্যা। 21. প্রশ্ন: Voltage Regulator স্থাপনের সময় এক পুল হতে অন্য পুলের দূরত্ব কত?
উত্তরঃ 5 ফিট 6 ইঞ্চি।
22. প্রশ্ন: Voltage Regulator ভূমি হতে---- ফিট উপরে স্থাপন করতে হবে।
উত্তর: 10 feet.
23. প্রশ্ন: ভোল্টেজ রেগুলেটর এর মৌলিক সংযোগ কয়টি ও কি কি?
উত্তরঃ চারটি। 1 Body grounding 2 Neutral bushing SL 3 Load bushing L 4 Source bushing S
24. প্রশ্ন: ভোল্টেজ রেগুলেটর এর এক Bushing হতে অন্য Bushing এর মেগার Result কত?
উত্তরঃ 0 মেগা ওহম।
25. প্রশ্ন: ভোল্টেজ রেগুলেটর এর বিভিন্ন কয়েল এর কাজ:
1. Sant কয়েল: ইনকামিং ভোল্টেজ গ্রহণ করে 2. Series Coil: Voltage induced করে load সাইডে দেয় 3. Reactor কয়েল: Load current ও transient কারেন্টে মিনিমাইজ করে লোড Current এর সমতা রাখে। 4. পিটি কয়েল: মোটর ও পিসিবি কে 120 volt supply দেয়। 5. CT কয়েল: আনুপাতিক হারে Current কমায়।
26. ভোল্টেজ রেগুলেটর এর 5 টি কোম্পানির নাম লিখুন। উত্তরঃ
1 Siemens 2 Copper power system 3 Toshiba 4 General Electric 5 Magro addition
27. প্রশ্ন: Voltage regulator এর বাহিরের যন্ত্রাংশের নাম লিখুন।
উত্তর: 1. Bushing 2.Series surge Arrester 3. Position indicator take off 4. উত্তোলনকারী হুক 5. Tank 6 Radiator 7 Drain Valve 8 PCB

28.প্রশ্ন: Series Surge Arrester এর size কত kva?
উত্তর: 11 kv এর জন্য 1.5 kv হতে 3 kv পর্যন্ত. 33 kv এর জন্য 5 kv.
29.Series surge arrester এর সংযোগ কোন ধরনের?
উত্তরঃ প্যারালাল সংযোগ।
30.প্রশ্ন: Position indicator take off a কয়টি ধাপ আছে?
উত্তর: 16 টি ঊর্ধ্বগামী ও 16 টি নিম্নগামী।
প্রশ্ন: Limit switch কোথায় থাকে?
উত্তর: Position indicator take off এর নিচে, দুই পাশে দুইটি।
প্রশ্ন: ড্রেন ভাল্ব দিয়ে কি করা হয়?
উত্তর: ময়লা ও তেল অপসারণ করা হয়।
প্রশ্ন: Radiator এর কাজ কি?
উত্তর: voltage regulator কে ঠান্ডা রাখা।
প্রশ্ন: Pcb এর মানে ও কাজ কি?
উত্তর: Control Panel Board. এর কাজ হল voltage regulator পরিচালনা করা।
প্রশ্ন: ভোল্টেজ রেগুলেটর এর ভিতরের কয়েকটি যন্ত্রাংশের নাম লিখ।
উত্তর:
1 Holding switch 2 Reversing switch 3 Moving কন্ট্রাক্ট 4 Fixed কন্ট্রাক্ট 5 মটর ও ক্যাপাসিটার 6 Flexible shaft 7 জেনেভা gear
প্রশ্ন: Holding switch এর কাজ কি?
উত্তর: ভোল্টেজ রেগুলেটর এর মোটরকে বিকল্প পথে বিদ্যুৎ দেয়া।
প্রশ্ন: Reversing সুইজের কাজ কি?
উত্তর: voltage regulator এর series কয়েলের পোলারিটি পরিবর্তন করা।
প্রশ্ন: Moving কন্ট্রাকের কাজ কি?
উত্তর: Tap changer change এর সময় fixed কন্ট্রাকের উপর move করা।
প্রশ্ন: Fixed কন্ট্রাকে কয়টি কন্ট্রাক কাছে?
উত্তর: মোট নয়টি। লয়ারে চারটি, raise এ চারটি, neutrala এ 1 টি।
প্রশ্ন: Voltage Regulator সর্বদাই 10% ভোল্টেজ কম/বেশি করে। সত্য /মিথ্যা।
উত্তরঃ মিথ্যা।
প্রশ্ন: ভোল্টেজ রেগুলেটর এর ক্যাপাসিটর এর কাজ কি?
উত্তর: মোটরকে ঘুরানোর জন্য Torque সৃষ্টি করা।
প্রশ্ন: Flexible shaft কি?
উত্তর: Flexible সেপ্ট এক ধরনের ক্যালওয়ার।
প্রশ্ন: Flexible shaft এর কাজ কি?
উত্তর: Position Indicator এর Main hand এবং Drug Hand কাটাকে ঘোরানো।
প্রশ্ন: Moving কন্ট্রাক কিসের সাহায্যে move করে?
উত্তর: জেনেভা গিয়ার এর সাহায্যে
প্রশ্ন: সিটি কয়েল ভোল্টেজ রেগুলেটর এর কোথায় থাকে?
উত্তর: Load Bushing এর সাথে সংযুক্ত থাকে।
প্রশ্ন: PCB এর ভেতর কি কি যন্ত্রাংশ থাকে?
উত্তর: 1 control নব 2 Fuse 3 Control switch 4 Drug hand reset switch 5 Neutral light switch 6 Power switch.
প্রশ্ন: ব্যান্ডউইথ কাকে বলে?
উত্তর: ব্যান্ডউইথ হল ভোল্টেজ setting এর উপরে বা নিচে মোট voltage সীমা।
প্রশ্ন: ব্যান্ডউইথ কত থেকে কত ভোল্ট সেট করা যায়?
উত্তর: (+_)1.5 ভোল্ট থেকে 6 volt পর্যন্ত।
প্রশ্ন: টাইম ডিলে কত থেকে কত সেট করা যায়?
উত্তরঃ 10 সেকেন্ড থেকে 120 পর্যন্ত।
প্রশ্ন: কন্ট্রোল সুইচ এর কয়টি অবস্থা?
উত্তর: চারটি টি যথাঃ (1) Off (2) Auto (3) Raise (4) Lower
প্রশ্ন: Neutral Light Switch কখন জলে?
উত্তর: Voltage Regulator Neutral অবস্থায় থাকলে।
প্রশ্ন: পাওয়ার switch এর অবস্থা কয়টি?
উত্তর: তিনটি যথা: (1) Off (2) External (3) Internal
প্রশ্ন: PCB তে কয়টি ফিউজ থাকে?
উত্তর: দুইটি যথা: একটি মোটর এর এবং একটি PCB এর জন্য।
প্রশ্ন: Drug hand reset এর কাজ কি?
উত্তর: Drug hand কাটাকে neutral অবস্থায় আনে।
প্রশ্ন: ভোল্টেজ রেগুলেটর এর Tap changer কয় ধরনের?
উত্তর: দুই ধরনের যথা: 1. Spring drive type 2. Direct drive type
প্রশ্ন: Tap Changer এর কয়টি অংশ ও কি কি?
উত্তর: সাতটি অংশ যথা: (1) Holding switch (2) Reversing switch (3) Moving কন্ট্রাক্ট (4) Fixed কন্ট্রাক (5) মোটর ও ক্যাপাসিটার (6) Position indicator takeoff (7) Neutral light switch.
প্রশ্ন: ভোল্টেজ রেগুলেটর এর সর্বপ্রথম কি সেট করতে হয়?
উত্তর: 1. voltage level 2. ব্যান্ডউইথ 3. টাইম ডিলে
প্রশ্ন: ভোল্টেজের তিনটি খারাপ অবস্থা কি কি?
উত্তর: ★বেশি voltage★ ★কম voltage★ ★অসম voltage★
প্রশ্ন: ভোল্টেজ রেগুলেটর এর Load voltage পরিবর্তন হয় না- সত্য/ মিথ্যা।
উত্তর: সত্য।
প্রশ্ন: Voltage Regulator কেন ব্যবহার করা হয়?
উত্তর: ভোল্টেজকে গ্রহণযোগ্য সীমার মাঝে স্থিতিশীল রাখার জন্য Voltage Regulator ব্যবহার করা হয়।
প্রশ্ন: পবিস Voltage Regulator Onload Tap Changer থাকে- সত্য/ মিথ্যা। প্রশ্ন: ভোল্টেজ রেগুলেটর এর রেশিও কত?
উত্তরঃ 6350ঃ120

প্রশ্নঃ Voltage Regulator স্থাপনের ইউনিট কয়টি ও কি কি?
উত্তরঃ 2 টি যথাঃ 1 Phase M 7-11 3 Phase M 7-13
প্রশ্ন: ভোল্টেজ রেগুলেটর এর Main hand বা হলুদ কাটা কি নির্দেশ করে? উত্তরঃ ভোল্টেজ এর বর্তমান অবস্থা। প্রশ্ন: Voltage Regulator এর PCB এর ট্রান্সফরমারটি ---ভোল্ট গ্রহণ করে--- ভোল্ট সাপ্লাই দেয়।
উত্তরঃ 240 ভোল্ট এবং 120 ভোল্ট।
প্রশ্ন: ভোল্টেজ রেগুলেটর এর মোটর ও ক্যাপাসিটারের ক্ষমতা কত?
উত্তরঃ 0.5 hp এবং 30-----40 মাইক্রো ফ্যারাডে।
প্রশ্ন: Voltage Regulator Neutral অবস্থানেই আছে কিনা তা কিভাবে পরীক্ষা করা যাবে?
উত্তরঃ 1. Main hand কাটা 0 অবস্থানে থাকলে 2. কন্ট্রোল প্যানেলে নিউট্রাল নিদের্শক সবুজ বাতি জ্বললে 3. 16 বার উভয়দিকে tap changer ঘুরিয়ে ক্লিক শব্দ গণনা করে 0 position বের করে।
প্রশ্ন: Voltage Regulator এর neutral position বলতে কি বুঝ?
উত্তরঃ ভোল্টেজ রেগুলেটর এর স্বাভাবিক অনুপাত 1:0 থাকলে তাকে neutral অবস্থান বলে।
প্রশ্ন: 656 এম্পিয়ার voltage regulator এর kva rating কত?
উত্তরঃ 656x6.35x10% = 416.56 kva
প্রশ্ন:ভোল্টেজ রেগুলেটর এর ক্যাপাসিটি নির্ণয় করা হয় volt/ /এম্পিয়ার /kva
উত্তর:অ্যাম্পিয়ার।
প্রশ্ন: voltage regulator বাইপাস করার নিয়ম কি?

উত্তর: 1. ভোল্টেজ রেগুলেটর কে neutral পজিশনে আনা 2 PCB অবিদ্যুতায়িত করা 3 বাইপাস সুইজ close করতে হবে 4 Source side disconnected করতে হবে 5 Load side disconnected করতে হবে।
প্রশ্ন: ভোল্টেজ রেগুলেটর এর back অবস্থা বলতে কি বুঝ?
উত্তরঃ Voltage রেগুলেটরের TAP CHANGER position indicator কাটা লয়ারে অবস্থান করাকে Back অবস্থা বলে।
প্রশ্ন: ভোল্টেজ রেগুলেটর এর boost অবস্থা বলতে কি বুঝ?
উত্তর: voltage রেগুলেটরের tap changer এর position indicator কাটা raise এ অবস্থান করাকে Boost অবস্থা বলে।
প্রশ্ন: Position Indicator এর limit switch 12 R এবং 12 L তে set করা আছে শতকরা কত ভোল্টেজ রেগুলেশন হবে? উত্তর:(+_) 7.5% প্রশ্ন: Voltage Regulator এর tap changer এর প্রতি ধাপ পরিবর্তনের জন্য কি পরিমান voltage হ্রাস বা বৃদ্ধি পায়?
উত্তর:(+_ 5÷ 8) শতাংশ।
প্রশ্ন: Voltage Regulator এর তেল কখন পরিবর্তন করা হয়?
উত্তর: নতুন হলে দুই লক্ষ বার পুরাতন অবস্থায় 1 লক্ষ বার অপারেট হলে।
প্রশ্ন: মোটর ও ক্যাপাসিটর এর কাজ কি?
উত্তর: মোটরের কাজ হলো জেনেভা গিয়ার এর মাধ্যমে fixed কন্ট্রাকের উপর দিয়ে moving কন্ট্রাককে ঘোরানো।
★ক্যাপাসিটর এর কাজ হলো মটরকে ঘুরানোর জন্য torque সৃষ্টি করা।★ প্রশ্ন: Voltage Regulator Main Coil কোনটি?
উত্তর: শান্ট কয়েল।
প্রশ্ন: Back অবস্থায় output voltage এর চেয়ে Input voltage কম- সত্য/
মিথ্যা।
উত্তর: মিথ্যা।
প্রশ্ন: সিরিজ সার্জ arrester এর কাজ কি?
উত্তর: বজ্রপাত বা switching এর সময় লাইনে ফল্টের কারণে voltage বৃদ্ধি পেলে তা সিরিজ arrester এর মধ্য দিয়ে বাইপাস করে দেয়াই এর কাজ।
প্রশ্ন: বিদ্যুতায়িত বাইপাস switch পরিচালনার পূর্বে ভোল্টেজ রেগুলেটর এর অবস্থা কেমন হবে?
উত্তর: voltage regulator neutral অবস্থানে আছে কিনা তা নিশ্চিত হতে হবে।
প্রশ্ন: প্রতিবছর
- - - voltage regulator এর তেল পরীক্ষা করা উচিত।
উত্তর: কমপক্ষে একবার।
প্রশ্ন: voltage regulator এ কত ভোল্ট battery থাকে?
উত্তর: 12 volt.
প্রশ্ন: voltage regulator চালু অবস্থায় বাইপাস করা যায়- সত্য/ মিথ্যা।
উত্তর: মিথ্যা।
প্রশ্ন: Reversing সুইচের fixed কন্ট্রাক কয়টি?
উত্তর: তিনটি।
প্রশ্ন: পবিস বিতরণ ব্যবস্থায়ও - - - single phase voltage regulator ব্যবহার করা হয়।
উত্তর: 6.35 kv তে পরিচালিত।
প্রশ্নঃ বৈদ্যুতিক লাইনে ভোল্টেজের খারাপ অবস্থা কয়টি ও কি কি?
উত্তরঃ তিনটি যথাঃ 1 বেশি voltage 2 কম voltage 3 অসম voltage
প্রশ্নঃ ভোল্টেজ রেগুলেটর এর কন্ট্রোল সুইচ এর অবস্থান কয়টি ও কি কি?
উত্তরঃ ★Off ★Auto ★Raise ★Lower
প্রশ্নঃ ভোল্টেজ রেগুলেটর এর পিটি রেশিও বা ভোল্টেজের রেশিও কত?
উত্তরঃ 6350:120
প্রশ্নঃ sant coil ও সিরিজ কোয়েলের মধ্যে voltage রেশিও বা অনুপাত কত?
উত্তরঃ 10ঃ1
প্রশ্নঃ ভোল্টেজ রেগুলেটর এর position indicator এর অংশ হচ্ছে তিনটি-
1. Main hand 2. Drug hand 3. Limit Switch
প্রশ্নঃ শান্ট কোয়েলের voltage 6350 volte হলে series কোয়েলের ভোল্টেজ কত?
উত্তরঃ 6350x10%
Will be updated.....soon

No comments

Powered by Blogger.