পাওয়ার ফ্যাক্টর : ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে কোন থাকে তার cos মানকে পাওয়ার ফ্যাক্টর বলে।
★ পাওয়ার ফ্যাক্টর 3 প্রকার যথাঃ
১. ইউনিটি
২. ল্যাগিং
৩. লিডিং
★ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর: যখন কারেন্ট ভোল্টেজ এর পশ্চাদগামী বা ঘড়ির কাটার দিকে হয় তখন ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয়।
★ লিডিং পাওয়ার ফ্যাক্টর: যখন কারেন্ট ভোল্টেজের অগ্রগামী বা ঘড়ির কাটার বিপরীত দিকে হয় তখন লিডিং পাওয়ার ফ্যাক্টর হয়।
★পাওয়ার ত্রিভুজঃ যে ত্রিভুজের ভূমি বরাবর প্রকৃত পাওয়ার অতিভুজ বরাবর আপাত পাওয়ার এবং লম্ব বরাবর রিএকটিভ পাওয়ার থাকে তাকে পাওয়ার ত্রিভুজ বলে।
প্রশ্ন: পাওয়ার ফ্যাক্টর কি?
উত্তর: ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী যে কোণ তার cos মান কে Power Factor বলে।
প্রশ্ন: পাওয়ার ফ্যাক্টরের সর্বোচ্চ সর্বনিম্ন মান কত?
উত্তর: 1.0 এবং 0.80
প্রশ্ন: পাওয়ার ফ্যাক্টরের মান .95 হলে একটি 10kva transformer হতে সর্বোচ্চ কত লোড নেয়া যায়?
উত্তর: PF=kw / kva
বা KW=PF X kva =0.95X10 = 9.5 k w.
প্রশ্ন: আপাত পাওয়ার কাকে বলে?
উত্তর: ভোল্টেজ এবং কারেন্ট এর গুণফলকে আপাত পাওয়ার বলে। অর্থাৎ p= vi
প্রশ্ন: power factor উন্নত করে পবিস সিস্টেমকে উন্নত করে সম্ভব।
উত্তর: সত্য ।
প্রশ্ন: Low power factor এর কুফল লিখ?
উত্তর:
1 সিস্টেম লস বেড়ে যায়
2 লাইনে current বেড়ে যায়
3 voltage drop বেড়ে যায়
4 যন্ত্রপাতির আয়ুষ্কাল কমে যায়
5 পবিসের আর্থিক ক্ষতি হয়।
প্রশ্ন: পাওয়ার Factor কত হলে গ্রাহকের জরিমানা আরোপ করা হয়?
উত্তর: 0.95 এর নিচে হলে।
প্রশ্ন: ক্যাপাসিটারের ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করা হয়?
উত্তর: kvar দ্বারা।
প্রশ্ন: মিটারের k h 1.8 হলে প্রতি ইউনিটে কত বার ডিক্স ঘুরবে?
উত্তর: 555 বার।
প্রশ্ন: প্যারালাল সার্কিটে current ভাগ হয়।
উত্তর: সত্য।
প্রশ্ন: Series circuit এ voltage ভাগ হয়।
প্রশ্ন: বৈদ্যুতিক পরিমাপ কখন করতে হয়?
উত্তর: গ্রাহকের নতুন সংযোগের আগে এবং ট্রান্সফর্মার পরিবর্তনের আগে।
প্রশ্ন: ভোল্টেজ রেগুলেটরে কিভাবে সংযোগ থাকে?
উত্তর: প্যারালালে।
প্রশ্ন:Ammeter এ কিভাবে সংযোগ থাকে?
উত্তর: সিরিজে।
প্রশ্ন: কোন যন্ত্র দিয়ে কারেন্ট ভোল্ট এবং রেজিস্ট্যান্স মাপা যায়?
উত্তর: AVO METER.
Note: Parallel circuit voltage সমান থাকে current ভাগ হয়।
প্রশ্ন: পবিস সিস্টেমে কয় ধরনের মিটার ব্যবহার করা হয়?
উত্তর: তিন ধরনের যথা:
1 Indicating মিটার
2 Recording মিটার
3 ডিজিটাল মিটার।
প্রশ্ন: clamp on মিটারের Resistance কম থাকে কিন্তু ভোল্ট মিটারের Resistance বেশি থাকে।
উত্তর : সত্য।
প্রশ্ন: Indicating মিটার দিয়ে কি পরিমাপ করা যায়?
উত্তরঃ Resistance ভোল্টেজ এবং কারেন্ট।
প্রশ্ন: Indicating এর গুনাগুন লিখুন?
উত্তরঃ Small cheap and easy to use.
প্রশ্ন: প্রকৃত ক্ষমতার সূত্র লিখুন?
উত্তর: প্রকৃত ক্ষমতা= 3600x ঘূর্ণন সংখ্যাxkh÷time.
প্রশ্নঃ ডিজিটাল মিটার কিভাবে সংরক্ষণ করতে হয়?
উত্তরঃ ব্যাটারি খুলে শুষ্ক ও ঠান্ডা জায়গায় রাখতে হয়।
প্রশ্নঃ ডিজিটাল মিটার পরিচালনার জন্য কি প্রয়োজন।
উত্তরঃ একটি ভালো ব্যাটারি।
প্রশ্নঃ Megger Meter দ্বারা কি কি টেস্ট করা হয়?
উত্তরঃ কন্টিনিউটি ও Insulation test.
প্রশ্নঃ Ac বৈদ্যুতিক ক্ষমতা কয় ধরনের?
উত্তরঃ দুই ধরনের যথা:
1. প্রকৃত ক্ষমতা
2. আপাত ক্ষমতা।
প্রশ্নঃ অ্যামিটার সিরিজে না দিয়ে প্যারালালে সংযোগ দিলে কি ঘটবে?
উত্তরঃ মিটারের ভিতর দিয়ে অত্যধিক পরিমাণে কারেন্ট প্রবাহিত হবে ফলে মিটারটি পুড়ে যাবে।
প্রশ্নঃ V/M প্যারালালে সংযোগ না দিয়ে সিরিজের সংযোগ দিলে কি ঘটবে?
উত্তরঃ মিটারে ও লোড এর ভিতর দিয়ে কম পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে ফলে শেষ পর্যন্ত voltage পাবে না।
প্রশ্নঃ Clamp on অ্যামিটার দ্বারা কিভাবে নমনীয় তারের কারেন্ট পরিমাপ করবে?
উত্তরঃ Clamp on অ্যামিটারের চোয়ালে তিনটি পাক দিয়ে কারেন্ট পরিমাপ করে প্রাপ্ত কারেন্টকে 3 দ্বারা ভাগ করতে হবে।
প্রশ্নঃ মিটারের Kh কাকে বলে?
উত্তরঃ মিটারের Disks একবার ঘুরে আসতে যে energy ব্যয় হয়।
প্রশ্নঃ Lagging power factor কি?
উত্তরঃ যখন কারেন্ট ভোল্টেজের পশ্চাদগামী বা ঘড়ির কাটার দিকে হয় থাকে তাকে Lagging Power Factor বলে।
প্রশ্নঃ Leading পাওয়ার ফ্যাক্টর কি?
উত্তরঃ যখন কারেন্ট ভোল্টেজ এর আগে থাকে তখন leading.
প্রশ্নঃ বৈদ্যুতিক পরিমাপের চারটি নাম লিখুন।
উত্তরঃ
1. Volt Meter
2. Clamp on Ammeter
3. Avo Meter
4. Power Factor Meter
প্রশ্নঃ কারেন্ট পরিমাপ এর দুইটি যন্ত্রের নাম লিখুন।
উত্তরঃ Clamp on অ্যামিটার ও এভোমিটার।
প্রশ্নঃ বৈদ্যুতিক এনার্জির একক কি?
উত্তরঃ
k w h.
প্রশ্নঃ কম Resistance পরিমাপক যন্ত্রের নাম কি?
উত্তরঃ ওহম মিটার।
প্রশ্নঃ রেজিস্ট্যান্স পরিমাপ করা হয় কোনটি দিয়ে ?
উত্তরঃ Megger Meter.
N.B= তুলনামূলক কম ওয়াটের বাল্বের resistance বেশি ইকুইপমেন্টের ক্ষমতা কম হলে resistance বেশি আবার ক্ষমতা বেশি হলে resistance কম হয়।
প্রশ্ন: ক্যাপাসিটর কেন ব্যবহার করা হয়? এর একক কি?
উত্তরঃ পাওয়ার ফ্যাক্টরের মান সঠিক রাখার জন্য। একক KVAR.
প্রশ্নঃ পাওয়ার ফ্যাক্টরের একক বাড়ানোর জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
উত্তরঃ ক্যাপাসিটার।
প্রশ্নঃ মোটরের কাজ কি?
উত্তরঃ বৈদ্যুতিক শক্তিকে লাগিয়ে যান্ত্রিক শক্তির সৃষ্টি করা।
প্রশ্নঃ জেনারেটর এর কাজ কি?
উত্তরঃ যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা
প্রশ্নঃ কয় ধরনের মোটর ব্যবহার করা হয় ও কি কি?
উত্তরঃ দুই ধরনের যথাঃ
1. ইন্ডাকশন
2. সিনক্রোনাস
প্রশ্নঃ কোন ধরনের মটর বেশি ব্যবহার করা হয়ে থাকে?
উত্তরঃ Induction.
প্রশ্নঃ মোটরের এর কয়টি অংশ ও কি কি?
উত্তরঃ দুইটি অংশ যথাঃ stator ও রোটর।
প্রশ্নঃ সিঙ্গেল ফেজ মটর সর্বোচ্চ কত ক্ষমতার হয়ে থাকে?
উত্তরঃ 10 হর্সপাওয়ার।
প্রশ্নঃ কোন এসি সার্কিট এ কারেন্ট ও ভোল্টেজের কৌণিক দূরত্ব কে বলা হয়-
voltage drop/
power factor/
আর এম এস।
উত্তরঃ পাওয়ার ফ্যাক্টর।
প্রশ্নঃ kvar মানে কি?
উত্তরঃ Kilo Volt Ampire Reactive.
প্রশ্নঃ পবিস ব্যবস্থাপনায় কয় সাইজের ক্যাপাসিটর আছে?
উত্তরঃ 3 সাইজ এর যথাঃ
50 kvar, 100 kvar, 150 kvar.
প্রশ্নঃ পাওয়ার ফ্যাক্টরের মান কমে যায় কেন?
উত্তরঃ ইন্ডাকটিভ লোডের কারনে।
প্রশ্নঃ রেজিস্ট্রি লোডের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরের মান 1 হয়।
উত্তরঃ সত্য।
প্রশ্নঃ ক্যাপাসিটারের সংযোগ বিচ্ছিন্ন করতে কি প্রয়োজন?
উত্তরঃ Oil switch, load Brack, cut out.
প্রশ্নঃ ব্যাক অবস্থায় output voltage এর চেয়ে input voltage কম - সত্য /মিথ্যা।
উত্তরঃ মিথ্যা।
প্রশ্নঃ কোন উপকেন্দ্রের আপাত পাওয়ার 10 এম ভি এ এবং প্রকৃত power 9.6 mw হলে উপকেন্দ্রের power factor কত হবে?
উত্তরঃ 0.96
প্রশ্নঃ বৈদ্যুতিক উপকেন্দ্র এর আপাত পাওয়ার 10 এমভিএ হলে এবং power ফ্যাক্টরের মান 0.90 হলে উপকেন্দ্রের প্রকৃত পাওয়ার কত?
উত্তরঃ 9 mw.
প্রশ্নঃ বৈদ্যুতিক লাইনে ক্যাপাসিটর ব্যাংক স্থাপন ইউনিট নম্বর কত?
উত্তরঃ M9-13.
প্রশ্নঃ লাইন ক্যাপাসিটরের একটি bushing ফেজ তার এর সাথে এবং অন্যটি নিউট্রাল তারের সাথে সংযুক্ত থাকে - সত্য/ মিথ্যা।
উত্তরঃ সত্য।
প্রশ্নঃ লাইন ক্যাপাসিটরের সংযোগ বিচ্ছিন্ন করতে হলে oil সুইজ এর প্রয়োজন হয়- সত্য /মিথ্যা।
উত্তরঃ সত্য।
প্রশ্নঃ দুর্ঘটনা এড়ানোর জন্য ক্যাপাসিটর এর bushing শর্ট করে রাখা হয়- সত্য/ মিথ্যা।
উত্তরঃ সত্য।
প্রশ্নঃ ক্যাপাসিটরের সংযোগ বিচ্ছিন্ন করতে load brac cut out লাগে।
উত্তরঃ সত্য।
প্রশ্নঃ ক্যাপাসিটর কয় ধরনের ও কি কি?
উত্তরঃ দুই ধরনের যথাঃ fixed ও সুইজড।
প্রশ্নঃ সকল ক্যাপাসিটার হবে----।
উত্তরঃ 1 ফেজ।
প্রশ্নঃ একটি আদর্শ ক্যাপাসিটার দিনে- - -বার চালু ও বন্ধ হবে।
উত্তরঃ 1 থেকে 2 বার।
প্রশ্নঃ অব্যবহৃত অবস্থায় ক্যাপাসিটর bushing এ- - - পরানো থাকে।
উত্তরঃ Insulation ক্যাপ পরানো থাকে।
প্রশ্নঃ ক্যাপাসিটার খুলে কাজ করার সময় 2 bushing - - - করে রাখা হয়।
উত্তরঃ শর্ট।
প্রশ্নঃ লাইনে ক্যাপাসিটর থাকলে shut down নেয়ার কতক্ষন পর পর্যন্ত charge কারেন্ট থাকে?
উত্তরঃ 5 মিনিট। (কমপক্ষে)
প্রশ্নঃ ক্যাপাসিটর স্থাপন করতে কি লাগবে?
উত্তরঃ Pole Mounted,Cut out, Load Brack.
প্রশ্নঃ ক্যাপাসিটর কয় প্রকার ও কি কি?
উত্তরঃ দুই প্রকার যথাঃ
1 Primary ভোল্টেজ type
2 Secondary ভোল্টেজ type
প্রশ্নঃ kva দ্বারা বুঝায় - - - kv ar দ্বারা বুঝায় - - - -
উত্তরঃ আপাত ক্ষমতা, Reactive ক্ষমতা (অকার্যকর ক্ষমতা)
প্রশ্নঃ current বিচ্ছিন্নকরণ ও প্রবাহের জন্য ক্যাপাসিটার স্থাপন ইউনিটে প্রতি ফেজ a একটি - - - - স্থাপন থাকে।
উত্তরঃ oil switch
প্রশ্নঃ লাইনে স্থাপিত ক্যাপাসিটর ব্যাংকের ক্ষেত্রে ক্যাপাসিটার স্বয়ংক্রিয়ভাবে চালু ও বন্ধ হয়-সত্য /মিথ্যা।
উত্তরঃ সত্য।
প্রশ্নঃ power factor মাপার যন্ত্রের নাম কি?
উত্তরঃ power factor meter.
প্রশ্নঃ inductive reactance এর কারণে পাওয়ার ফ্যাক্টরের মান কমে যায় ও ক্যাপাসিটিভ Reactance এর কারনে পাওয়ার ফ্যাক্টর এর মান বেড়ে যায়।
উত্তরঃ সত্য।
প্রশ্নঃ পবিস বিতরণ ব্যবস্থায়ও গ্রাহক প্রান্তে গ্রহণযোগ্য power factor কত?
উত্তরঃ 0.95
প্রশ্নঃ লাইন ক্যাপাসিটারের bushing কেমন রাখা উচিত?
উত্তরঃ পরিষ্কার, ফাটল ও আচড় মুক্ত।
প্রশ্নঃ ক্যাপাসিটর প্রান্তে প্রয়োগকৃত ভোল্টেজ এর চেয়ে উহার ভিতর দিয়ে প্রবাহিত current 90 degree অগ্রগামী -সত্য/মিথ্যা।
উত্তরঃ সত্য।
প্রশ্নঃ পাওয়ার ফ্যাক্টর কাকে বলে?
উত্তরঃ প্রকৃত পাওয়ার ও আপাত পাওয়ারের অনুপাতকে পাওয়ার ফ্যাক্টর বলে।
প্রশ্নঃ পাওয়ার কত প্রকার ও কি কি?
উত্তরঃ তিন প্রকার যথাঃ
প্রকৃত পাওয়ার KW
আপাত পাওয়ার KVA
রিয়্যাকটিভ বা অকার্যকর পাওয়ার KVAR.
প্রশ্ন: পাওয়ার ফ্যাক্টর এর মান কম হলে লো পাওয়ার ফ্যাক্টরের অসুবিধা কি?
উত্তরঃ
★ ইকুপমেন্ট এর ক্যাপাসিটি অপচয় হবে
★ভোল্টেজ ড্রপ স্বাভাবিকের চেয়ে বেশি হবে
★ লাইনে কারেন্ট বৃদ্ধি পাবে
Excellent post
ReplyDelete