MAKE MONEY

LIGNTNING ARRESTER AND CAPACITER

LIGNTNING ARRESTER AND CAPACITER

★OVER CURRENT PROTECTION DEVICE★



প্রশ্নঃ Over Current Protecting Device কি কি?
  উত্তর: 1 Fuse 2 Acr ওসিআর 3 Ocb or vcb 4 Sectionaliser.
প্রশ্ন: ক্যাপাসিটর কেন ব্যবহার করা হয়? এর একক কি?
 উত্তরঃ পাওয়ার ফ্যাক্টরের মান সঠিক রাখার জন্য। একক KVAR
 প্রশ্নঃ পাওয়ার ফ্যাক্টরের একক বাড়ানোর জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
 উত্তরঃ ক্যাপাসিটার।

 প্রশ্নঃ মোটরের কাজ কি?
 উত্তরঃ বৈদ্যুতিক শক্তিকে লাগিয়ে যান্ত্রিক শক্তির সৃষ্টি করা।
 প্রশ্নঃ জেনারেটর এর কাজ কি?
 উত্তরঃ যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা
 প্রশ্নঃ কয় ধরনের মোটর ব্যবহার করা হয় ও কি কি?
উত্তরঃ দুই ধরনের যথাঃ 1. ইন্ডাকশন 2. সিনক্রোনাস
প্রশ্নঃ কোন ধরনের মটর বেশি ব্যবহার করা হয়ে থাকে?
উত্তরঃ Induction.
প্রশ্নঃ মোটরের এর কয়টি অংশ ও কি কি?
উত্তরঃ দুইটি অংশ যথাঃ stator ও রোটর।
প্রশ্নঃ সিঙ্গেল ফেজ মটর সর্বোচ্চ কত ক্ষমতার হয়ে থাকে?
উত্তরঃ 10 হর্সপাওয়ার।
প্রশ্নঃ কোন এসি সার্কিট এ কারেন্ট ও ভোল্টেজের কৌণিক দূরত্ব কে বলা হয়- voltage drop/ power factor/ আর এম এস।
উত্তরঃ পাওয়ার ফ্যাক্টর।
প্রশ্নঃ kvar মানে কি?
উত্তরঃ kilo volt ampire reactive.
প্রশ্নঃ পবিস ব্যবস্থাপনায় কয় সাইজের ক্যাপাসিটর আছে?
উত্তরঃ 3 সাইজ এর যথাঃ
50 kvar, 100 kvar, 150 kvar. প্রশ্নঃ পাওয়ার ফ্যাক্টরের মান কমে যায় কেন?
উত্তরঃ ইন্ডাকটিভ লোডের কারনে।
প্রশ্নঃ রেজিস্ট্রি লোডের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরের মান 1 হয়।
উত্তরঃ সত্য।

প্রশ্নঃ ক্যাপাসিটারের সংযোগ বিচ্ছিন্ন করতে কি প্রয়োজন?
উত্তরঃ Oil switch, load ব্র্যাক, cut out.
প্রশ্নঃ ব্যাক অবস্থায় output voltage এর চেয়ে input voltage কম - সত্য /মিথ্যা। উত্তরঃ মিথ্যা। প্রশ্নঃ কোন উপকেন্দ্রের আপাত পাওয়ার 10 এম ভি এ এবং প্রকৃত power 9.6 mw হলে উপকেন্দ্রের power factor কত হবে?
উত্তরঃ 0.96.
প্রশ্নঃ বৈদ্যুতিক উপকেন্দ্র এর আপাত পাওয়ার 10 এমভিএ হলে এবং power ফ্যাক্টরের মান 0.90 হলে উপকেন্দ্রের প্রকৃত পাওয়ার কত?
উত্তরঃ 9 mw.
প্রশ্নঃ বৈদ্যুতিক লাইনে ক্যাপাসিটর ব্যাংক স্থাপন ইউনিট নম্বর কত?
উত্তরঃ M9-13.
প্রশ্নঃ লাইন ক্যাপাসিটরের একটি bushing ফেজ তার এর সাথে এবং অন্যটি নিউট্রাল তারের সাথে সংযুক্ত থাকে - সত্য/ মিথ্যা।
উত্তরঃ সত্য।
প্রশ্নঃ লাইন ক্যাপাসিটরের সংযোগ বিচ্ছিন্ন করতে হলে oil সুইজ এর প্রয়োজন হয়- সত্য /মিথ্যা।
উত্তরঃ সত্য।
প্রশ্নঃ দুর্ঘটনা এড়ানোর জন্য ক্যাপাসিটর এর bushing শর্ট করে রাখা হয়- সত্য/ মিথ্যা।
উত্তরঃ সত্য।
প্রশ্নঃ ক্যাপাসিটরের সংযোগ বিচ্ছিন্ন করতে load brac cut out লাগে।
উত্তরঃ সত্য।

প্রশ্নঃ ক্যাপাসিটর কয় ধরনের ও কি কি?
উত্তরঃ দুই ধরনের যথাঃ Fixed ও Switch.
প্রশ্নঃ সকল ক্যাপাসিটার হবে----।
উত্তরঃ 1 ফেজ।
প্রশ্নঃ একটি আদর্শ ক্যাপাসিটার দিনে- - - বার চালু ও বন্ধ হবে।
উত্তরঃ 1 থেকে 2 বার।
প্রশ্নঃ অব্যবহৃত অবস্থায় ক্যাপাসিটর bushing এ- - - পরানো থাকে।
উত্তরঃ Insulation ক্যাপ পরানো থাকে।
প্রশ্নঃ ক্যাপাসিটার খুলে কাজ করার সময় 2 bushing - - - করে রাখা হয়।
উত্তরঃ শর্ট।
প্রশ্নঃ লাইনে ক্যাপাসিটর থাকলে shut down নেয়ার কতক্ষন পর পর্যন্ত charge কারেন্ট থাকে?
উত্তরঃ 5 মিনিট। (কমপক্ষে)
প্রশ্নঃ ক্যাপাসিটর স্থাপন করতে কি লাগবে?
উত্তরঃ Pole Mounted.
প্রশ্নঃ ক্যাপাসিটর কয় প্রকার ও কি কি?
উত্তরঃ দুই প্রকার যথাঃ 1 Primary Voltage Type 2 Secondary Voltage Type

প্রশ্নঃ kva দ্বারা বুঝায় - - - kv ar দ্বারা বুঝায় - - - -
উত্তরঃ আপাত ক্ষমতা, reactive ক্ষমতা (অকার্যকর ক্ষমতা)
প্রশ্নঃ কারেন্ট বিচ্ছিন্নকরণ ও প্রবাহের জন্য ক্যাপাসিটার স্থাপন ইউনিটে প্রতি ফেজ এ একটি - - - - স্থাপন থাকে।

উত্তরঃ Oil switch.
প্রশ্নঃ লাইনে স্থাপিত ক্যাপাসিটর ব্যাংকের ক্ষেত্রে ক্যাপাসিটার স্বয়ংক্রিয়ভাবে চালু ও বন্ধ হয়-সত্য /মিথ্যা।
উত্তরঃ সত্য।
প্রশ্নঃ Power Factor মাপার যন্ত্রের নাম কি?
উত্তরঃ Power Factor Meter.
প্রশ্নঃ Inductive reactance এর কারণে পাওয়ার ফ্যাক্টরের মান কমে যায় ও ক্যাপাসিটিভ reactance এর কারনে পাওয়ার ফ্যাক্টর এর মান বেড়ে যায়।
উত্তরঃ সত্য।
প্রশ্নঃ পবিস বিতরণ ব্যবস্থায়ও গ্রাহক প্রান্তে গ্রহণযোগ্য Power Factor কত?
উত্তরঃ 0.95
প্রশ্নঃ লাইন ক্যাপাসিটারের Bushing কেমন রাখা উচিত?
উত্তরঃ পরিষ্কার, ফাটল ও আচড় মুক্ত।
প্রশ্নঃ ক্যাপাসিটর প্রান্তে প্রয়োগকৃত ভোল্টেজ এর চেয়ে উহার ভিতর দিয়ে প্রবাহিত current 90 degree অগ্রগামী -
সত্য/মিথ্যা।
উত্তরঃ সত্য।
প্রশ্নঃ পাওয়ার ফ্যাক্টর কাকে বলে?
উত্তরঃ ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী যে কোন তার Cos মান কে পাওয়ার ফ্যাক্টর বলে।
প্রশ্নঃ পাওয়ার কত প্রকার ও কি কি?
উত্তরঃ তিন প্রকার যথাঃ ★প্রকৃত পাওয়ার KW ★আপাত পাওয়ার KVA ★রিয়্যাকটিভ বা অকার্যকর পাওয়ার KVAR.
প্রশ্ন: পাওয়ার ফ্যাক্টর এর মান কম হলে লো পাওয়ার ফ্যাক্টরের অসুবিধা কি?
উত্তরঃ ★ ইকুপমেন্ট এর ক্যাপাসিটি অপচয় হবে ★ভোল্টেজ ড্রপ স্বাভাবিকের চেয়ে বেশি হবে ★ লাইনে কারেন্ট বৃদ্ধি পাবে

Lightning Arrester



প্রশ্ন: lightning arrester ও cutout স্থাপনের ইউনিট নম্বর কত ? উত্তরঃ M- 31.
 Note: স্বাভাবিক অবস্থায় lightning arrester এর ভিতর দিয়ে সামান্য পরিমান কারেন্ট প্রবাহিত হয়। প্রশ্ন: lightning arrester সংযোগ কিভাবে হয়? উত্তর:L/A এর এক প্রান্তে ফেজ আর এক প্রান্ত ground এর সাথে যুক্ত। 
প্রশ্ন: Expalsion type lightning arrester এর arching স্থান কিসের মধ্যে আবদ্ধ থাকে?
 উত্তর: একটি fiber টিউবের মধ্যে। প্রশ্ন: কোনটি উন্নত মানের lightning arrester?
 উত্তর: vulb টাইপ। প্রশ্ন: অতিরিক্ত voltage নিয়ন্ত্রনকারী যন্ত্রের নাম কি?
উত্তর: Lightning Arrester.
 প্রশ্ন: সার্জ কি? উত্তর: বজ্রপাত ও সার্কিটে switching এর সময় হঠাৎ voltage বৃদ্ধি পাওয়াকে সার্জ বলে।

 প্রশ্ন: পবিস ব্যবস্থাপনায় কোথায় কোথায় লাইটিং arrester ব্যবহার করা হয়?
 উত্তর :পবিস উপকেন্দ্র ও বিতরণ লাইনে।
 প্রশ্ন: Expalsion lightning arrester arching স্থানে কি থাকে? উত্তরঃ ফাইবার টিউব.
 প্রশ্ন:অতি ভোল্টেজের এর কারনে কি কি ঘটতে পারে?
 উত্তরঃ বৈদ্যুতিক লাইনের পরিবাহক ও ইকুইপমেন্ট নষ্ট হতে পারে।
 প্রশ্ন: অতি ভোল্টেজ এর সময় এক মুহুর্তের মধ্যে কি পরিমান ভোল্টেজ উৎপন্ন হয়।
 উত্তর: কয়েক শত হাজার voltage উৎপন্ন হতে পারে।
 প্রশ্ন: current প্রতিরোধ device নয়। উত্তর: lightning arrester.
 প্রশ্ন: lightning arrester এর মেগার রেজাল্ট কত? উত্তর: 1000 মেগা ওহম।
 প্রশ্ন: lighting arrester চল্টা উঠলে মেগার রেজাল্ট ভালো হলে ব্যবহার করা যাবে- সত্য
 প্রশ্ন: lightning arrester এর আইটেম নাম্বার কত ? উত্তর: h2.009
 প্রশ্ন lighting arrester ধরনের সংযোগ থাকে-
 উত্তরঃ পারাল্লেল।
 প্রশ্ন: অতি voltage অনেকক্ষণ প্রবাহিত হলে- Lightning Arrester গলে গিয়ে নষ্ট হয়ে যাবে।
 প্রশ্ন: Power Transformer এ কি ধরনের lighting arrester ব্যবহার করা হয়?
 উত্তরঃ valve type.
 প্রশ্ন:পবিস ব্যবস্থাপনায় বিতরণ ট্রান্সফরমারে কি lighting arrester ব্যবহার করা হয়?
 উত্তর: Expalsion type lightning arrester.
 প্রশ্ন: কয় শ্রেণীর lightning arrester ব্যবহার করা হয়?
 উত্তরঃ তিন শ্রেণীর যথা: 1 Substation ক্লাস 2 Distribution class 3 Transmission class
 প্রশ্ন: ফাইবার tube কোথায় বসানো থাকে?
 উত্তর:পোরসিলেইন পাত্রের মধ্যে।

 প্রশ্ন: lightning arrester এর প্রথম কাজ হল insulator হিসাবে কাজ করা।
 প্রশ্ন: lightning arrester এর দ্বিতীয় কাজ হল সার্জ কারেন্ট কে সান্ট করা:
 প্রশ্ন: lighting arrester এ কালো বা রুপালি রং ধারণ করিলে বোঝা যায় এর ভেতরের অংশ পুড়ে গেছে।
 প্রশ্ন:কোন lightning arrester ব্যয়বহুল কিন্তু নির্ভরযোগ্য ও দীর্ঘস্থায়ী?
 উত্তরঃ valve type. প্রশ্ন:কাপড় ও সাবান-পানি দিয়ে Insulator পরিষ্কার করতে হয়।
 প্রশ্ন: অতি ভোল্টেজে a lighting arrester কি হিসেবে কাজ করে?
 উত্তরঃ বিকল্প পথ হিসেবে কাজ করে। সার্জ current grounding এর ভিতর দিয়ে চলে যায়। প্রশ্ন:Lightning arrester এর কাজ কি?
 উত্তরঃ অতি voltage হতে লাইন ও লাইনে স্থাপিত যন্ত্রপাতি কে রক্ষা করা।

ভোল্টেজ নিয়ন্ত্রনকারী যন্ত্র

প্রশ্ন: অতি ভোল্টেজ কি?
 উত্তরঃ কোন লাইন বা Equipment এর নির্ধারিত বা ডিজাইনকৃত ভোল্টেজের অতিরিক্ত ভোল্টেজ। প্রশ্ন: কি কি কারণে অতি voltage সৃষ্টি হয়?
 উত্তর: বজ্রপাত, শর্ট সার্কিট, switching.
 প্রশ্ন: সার্জ ভোল্টেজ কাকে বলে?
 উত্তরঃ হঠাৎ switch খুললে বা বন্ধ করলে সে সময় যে অতি ভোল্টেজের সৃষ্টি হয় তাকে সার্ ভোল্টেজ বলে।
 প্রশ্ন: lightning arrester কি?
 উত্তর: অতি voltage প্রতিরোধ ব্যবস্থার কৌশল বিশিষ্ট যন্ত্রকে lightning arrester বলে।
 Note: lighting arrester equipment সাথে প্যারালাল সংযোগ থাকে।
 প্রশ্ন: বজ্রপাতের সময় lightning arrester এর ভেতর দিয়ে কি পরিমান কারেন্ট প্রবাহিত হতে পারে? উত্তরঃ 20000 এম্পিয়ার.
 নোটঃ lightning arrester এর মধ্য দিয়ে প্রবাহিত সান্ট current ট্রান্সফরমারের primary welding এবং অন্যান্য Equipment কে রক্ষা করে।
 প্রশ্ন: পবিস ব্যবস্থাপনায় ১১ কেভি লাইনে 9kv এবং 33kv লাইনে 36 lightning arrester ব্যবহার হয়। প্রশ্ন lighting arrester কত প্রকার ও কি কি? উত্তরঃ তিন প্রকার যথা: 1. Gap type 2. Valve type 3. Expalsion type

1 comment:

Powered by Blogger.