MAKE MONEY

ACR AND OCR


ACR/OCR

প্রশ্নঃ OCR কি?
উত্তরঃ Oil Circuit Recloser.
 প্রশ্নঃ Acr কি?
উত্তরঃ Auto circuit Recloser.
 প্রশ্নঃ OCR ও Acr এর Insulating মিডিয়া হিসেবে ব্যবহার করা হয় যথাক্রমে তেল,ড্রাই এবং SF6 গ্যাস।
 প্রশ্ন: Acr এর কন্ট্রোল প্যানেলের কোন মেনুতে লাইনের phase trip এবং আর্থ trip সেট করা থাকে?
উত্তরঃ Protection setting.

 প্রশ্নঃ ওসিআর এর সর্বনিম্ন trip কারেন্ট স্বাভাবিক লোড কারেন্ট এর দ্বিগুণ মানের হয়। নোটঃ ওসিআর দুই বছর পর বা 100 বার Fault Current এ trip করলে ওসিআর এর তেল পরিবর্তন এবং সার্ভিসিং করা হয়।
ও সি আর এর তেল পুড়ে গেলে কিছু অংশ গ্যাস ও কিছু অংশে শক্ত কার্বনের সৃষ্টি হয়।

 প্রশ্নঃ Acr এর Electronic মডিউল থাকে চারটি যথাঃ
  SCEM= switch Cable entry Module.
CAPM= Control and Protection Module
  CCEM= control cable entry Moudle
OPS= Operation panel Subsystem.




 প্রশ্নঃ নিউলেক N series Acr চার ধরনের ইলেকট্রনিক status থাকে-
1 Instantaneous Demand or System Mesurement: এই মেনুতে line current, line voltage সর্বাধিক চাহিদা k w, kvar, P.Fইত্যাদি তথ্য থাকে । 2 Trip plug or system status: এই মেনুতে gas pressure, battery, voltage, acr or pcb সিরিয়াল নং, data valid, data invalid, ইত্যাদি তথ্য থাকে।
  3. Protection Setting: এই মেনুতে ফেজ trip, Earth trip, curve setting, single shot ইত্যাদি তথ্য থাকে।
  4 Event log: এই মেনুতে line fault এর যাবতীয় তথ্য পাওয়া যায়। প্রশ্নঃ একটি উপকেন্দ্রের Load 9 মেগাওয়াট হলে 33kv Acr overcurrent setting কত?
উত্তরঃ 1 মেগাওয়াট লোডে overcurrent সেট করতে হয় 20 Amp: 9 mw লোডে overcurrent সেট করতে হয় 20x9 = 180 এম্পিয়ার।
 প্রশ্নঃ কোন উপকেন্দ্রের একটি ফিডারের লোড 4 মেগাওয়াট হলে 11kv acr overcurrent setting কত?
উত্তরঃ 1 mw লোডে overcurrent সেট করতে হয় 60 এম্পিয়ার 4 মেগাওয়াট লোডে overcurrent সেট করতে হয় 60*4 = 240 এম্পিয়ার।

 প্রশ্নঃ ওসিআর এর রেটিং কিভাবে পরিবর্তন করা যায়?
উত্তরঃ সিরিজ tripping coil পরিবর্তন করে। প্রশ্নঃ ওসিআর ও acr এর Interrupter হিসাবে কি ব্যবহার করা হয়?
উত্তরঃ ★Oil type interrupter ও ★vacuum type interrupter.
 প্রশ্ন: ওসিআর এর slit হুডের কয়টি অংশ ও কি কি?
উত্তর: চারটি যথা:
 1 ম্যানুয়েল অপারেটিং হ্যান্ডেল
 2 Non reclosing লিভার
 3 অপারেশন কাউন্টারের স্থান
 4 Position indicator

 ১. আর্ক ইন্টারেপ্টারের কাজ কি?
উত্তর: ওসিআর এর ভিতর arc নেভানোর কাজ করে।
 ২. Closing কয়েল ওসিআর close বা চালু করার কাজ করে।
 ৩. সিরিজ trip কয়েল ফেজ to ফেজ ফল্টে ওসিআর trip করানোর কাজ করে।
৪. এলিনয়েড Contract plate closing কোয়েলকে বিদ্যুৎ দেয়।
 ৫. Ocr অপারেশনে কোন Carb সেট করতে হয়?
উত্তর:2A-2C Carb. ৬. Acr এর কয়েকটি যন্ত্রপাতির নাম লিখুন।
উত্তর: 1.Vacuum interrupter 2.Microprocessor Pcb 3.Battery 4.SF-6 GAS


No comments

Powered by Blogger.